ট্রিমার দিয়ে দাড়ি ছোট করা কি জায়েজ?
প্রশ্নঃ ৪২৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি ট্রিমার দিয়ে দাড়ি একবারে ছোট করে ফেলি তাহলে কি সেটা দাড়ি কামানোর পর্যায়ে পড়ে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জ্বি, দাড়ি কামানো বা ছেঁটে ফেলা এক মুষ্টির নিচে কাটা সবই অন্যায়।
দাড়ি কাটার ক্ষেত্রে কাঁচি, ক্ষুর অথবা ট্রিমার এর ব্যবহার সব একই হুকুমে। সবই নাজায়েয।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। গোঁফ খাট করা ও দাড়ি লম্বা করার নির্দেশ দিয়েছেন।
حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى " .
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ কর-মোচ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর।
সহিহ মুসলিম, হাদিস নং ৪৯০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন