সেজদা শোকর
প্রশ্নঃ ৪১৫১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ওস্তাদজি আমার প্রশ্ন হল আমার মসজিদের কিছু মুসল্লী আছে যারা নামাজ শেষ করে মসজিদে কিছুক্ষণ বসে জিকির-আজকার করে তারপর মসজিদ থেকে বের হওয়ার আগে কোন তেলাওয়াতের সেজদাও না, এমনিতেই একটা সেজদা দিয়ে বের হয় এই সেজদার ব্যাপারে ইসলাম কি বলে?? এর বিধান কি?? একটু বিস্তারিত বলবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহর কোনো নিআমত লাভ করলে কিংবা কোনো বিপদ থেকে মুক্তি পেলে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জায়েয আছে। দীর্ঘ এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রা.-এর চিঠির মাধ্যমে ইয়েমেনের হামদান গোত্রের ইসলাম গ্রহণের সংবাদ পেলেন তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে সিজদা করলেন। (সুনানে কুবরা, বাইহাকী ২/৩৬৯)
আসলাম রাহ. বলেন, ওমর রা.-এর নিকট যখন ইয়ামামা বিজয়ের সংবাদ এল তখন তিনি সিজদা করলেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮৫০১)
-ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৮৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯৪; শরহুল মুনয়াহ পৃ. ৬১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫; রদ্দুল মুহতার ২/১২০
তবে বিশেষ উপলক্ষ ছাড়া সাধারণ অবস্থায় এভাবে নফল সেজদা করা সুন্নাহসম্মত নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন