বান্দার হক
প্রশ্নঃ ৪১২০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাড়ী ভারত। বয়স 25 আগে আমি ই-কমার্স সাইড (অনলাইনে অনেক প্রোডাক্ট নিতাম) amazon থেকে এবং সেগুলো ফেরত দিতাম না,টাকা ফেরত নিয়ে নিতাম প্রোডাক্ট আমার কাছে থাকতো, এটা আল্লাহর হক না বান্দার হক ? আমি তার থেকে পরিত্রান পাব কিভাবে ? এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু ওই হকটা আমি পূরণ করতে চাই? কিন্তু এটা কোনো ভাবে সম্ভব না। টাকা ফেরত দেবো তো সেই আইডি গুলো আমি ডিলিট করে দিয়েছি কোন রাস্তায় খুঁজে পাচ্ছি না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে কি ক্ষমা পাওয়া যাবে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হুকুকুল ইবাদ বা বান্দার অধিকার এর সাথে সম্পৃক্ত গুনাহ থেকে তওবা শুদ্ধ হওয়ার শর্ত হল: অন্যায়ভাবে অর্জিত সম্পদ মালিককে ফেরত দেওয়া এবং এটা থেকে মুক্ত হওয়া। দলিল হচ্ছে— আবু হুরায়রা (রাঃ) কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়; সে দিন আসার পূর্বে যে দিন কোন দিনার (স্বর্ণমুদ্রা) বা দিরহাম (রৌপ্যমুদ্রা) থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম থাকলে সেটা থেকে তার যুলুমের পরিমাণ কেটে নেয়া হবে। আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপের কিছু তার উপর চাপিয়ে দেয়া হবে।"[সহিহ বুখারী (২৪৪৯)]
এখন করনীয় হলো যদি ঐ কোম্পানির এর কাছে কোন ভাবে টাকা পৌঁছানো সম্ভব হয় তাহলে তাদের হক তাদের কাছে ফিরিয়ে দেওয়া আর যদি কোন ভাবেই সম্ভব না হয় তাহলে ঐ কোম্পানির লোকদের নামে ঐ পরিমান টাকা সদকা করে দেওয়া তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা মাফ করে দিবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন