প্রশ্নঃ ৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের একটি পারিবারিক গোরস্থান আছে। সেখানে আমাদের অনেককে দাফনও করা হয়েছে। গোরস্থানটি বর্তমানেও চলমান। তাতে মৃতদের দাফন করা হচ্ছে। আমরা চাচ্ছি যে, গোরস্থানকে স্ব-স্থানে রেখে উপর থেকে মসজিদ বানাতে। যেহেতু আমাদের অন্য কোনো জায়গা নেই যে, মসজিদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করে মসজিদ করি। এমতাবস্থায় উক্ত স্থানে মসজিদ করা যাবে কি না? কুরআন-সুন্নাহ্ র আলোকে সঠিক ও বিস্তারিত সমাধান দিলে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
উক্ত কবরস্থানের উপর মসজিদ নির্মাণ করা যাবে না। কারণ, (ক) জায়গাটি কবরস্থানের জন্য ওয়াকফকৃত। আর ওয়াকফকৃত স্থান যে জন্য ওয়াকফ করা হয়েছে সেখানে তাই করতে হবে। অন্য কিছু করা জায়েয হবে না। (খ) কবরকে অক্ষত রেখে এর উপর মসজিদ বানানো বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করাও নাজায়েয। হাদীস শরীফে কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। হযরত জাবের রা. বলেন-
نَهَى رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يُجَصّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকর্ম করতে, তার উপর বসতে ও তার উপর (কোনো কিছু) নির্মাণ করতে নিষেধ করেছেন। (সহীহ মুসলিম, হাদীস ৯৭০)
সুতরাং কবরস্থানের উপর মসজিদ ইত্যাদি নির্মাণ করা যাবে না। মসজিদের জন্য আলাদা কোনো জায়গার ব্যবস্থা করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন