প্রশ্নঃ ৩৬৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: সফরে নামাজের নিয়ম কি?
যদি নামাজ জমা করি,আর গন্তব্যে পৌঁছার পর দেখি সেখানে মসজিদে পরবর্তী ওয়াক্তের নামাজের জামায়াত চলছে। এমতাবস্থায় করণীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইচ্ছাকৃত নামাজ কাযা করে দেওয়া মারাত্মক গুনাহ।
আপনার জিম্মায় পাঁচ ওয়াক্তের বেশি নামাজ কাযা থাকলে আপনি চলমান জামাতে অংশগ্রহণ করবেন। নতুবা প্রথমে কাযা নামাজ আদায় করে তারপরে ওয়াক্তের নামাজ পড়বেন।
التَّرْتِيبُ فِي قَضَاءِ الْفَوَائِتِ:
5 - جُمْهُورُ الْفُقَهَاءِ مِنَ الْحَنَفِيَّةِ وَالْمَالِكِيَّةِ وَالْحَنَابِلَةِ قَالُوا بِوُجُوبِ التَّرْتِيبِ بَيْنَ الصَّلَوَاتِ الْفَائِتَةِ، وَبَيْنَهَا وَبَيْنَ الصَّلاَةِ الْوَقْتِيَّةِ إِذَا اتَّسَعَ الْوَقْتُ. فَمَنْ فَاتَتْهُ صَلاَةٌ أَوْ صَلَوَاتٌ وَهُوَ فِي وَقْتِ أُخْرَى، فَعَلَيْهِ أَنْ يَبْدَأَ بِقَضَاءِ الْفَوَائِتِ مُرَتَّبَةً، ثُمَّ يُؤَدِّيَ الصَّلاَةَ الْوَقْتِيَّةَ، إِلاَّ إِذَا كَانَ الْوَقْتُ ضَيِّقًا لاَ يَتَّسِعُ لأَِكْثَرَ مِنَ الْحَاضِرَةِ فَيُقَدِّمُهَا، ثُمَّ يَقْضِي الْفَوَائِتَ عَلَى التَّرْتِيبِ.
الموسوعة الفقهية
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন