প্রশ্নঃ ৩৬৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইউটিউবে বিভিন্ন রান্নার এবং কাপড় বানানোর ভিডিও দেখাযায়,,, যেখানে সুধু মহিলাদের কথা শুনা যায়,,, প্রশ্ন হলো এইগুলি দেখাযাবে? বিদ্র; আমি একজন মহিলা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহিলাদের জন্য মহিলার কন্ঠ সতরের অন্তর্ভুক্ত নয়। বিশেষতঃ প্রয়োজনীয় শিক্ষা বিষয়ক বর্ননা মিউজিক বিহীন ও অশ্লীলতা মুক্ত হলে তা শ্রবণে বাধা নেই।
ا جُنَاحَ عَلَيْهِنَّ فِي آبَائِهِنَّ وَلَا أَبْنَائِهِنَّ وَلَا إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاء إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاء أَخَوَاتِهِنَّ وَلَا نِسَائِهِنَّ وَلَا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ وَاتَّقِينَ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا
নবী-পত্নীগণের জন্যে তাঁদের পিতা পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নি পুত্র, সহধর্মিনী নারী এবং অধিকার ভুক্ত দাসদাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গোনাহ নেই। নবী-পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয় প্রত্যক্ষ করেন।
সুরা আহযাব ৩৩:৫৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন