প্রশ্নঃ ৩৫৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি একদিন এশার সালাতের সময় খুব ইমাম সাহেব যখন রুকুতে ছিল তখন মসজিদে যাই এবং দ্রুত তাকবীরে তাহরীমা পড়ে সালাতে শরীক হই ও রুকুতে যাই। কিন্তু রুকুর তাসবিহ পড়তে শুরু করার আগেই ইমাম সাহেব রুকু থেকে উঠে যান। এক্ষেত্রে আমি কি মাসবুক হব?
আর সেদিন সতর্কতা স্বরূপ আমি নিজেকে মাসবুক ভেবে সালাত আদায় করে নিয়েছি। আমার সালাত কি ঠিক হয়েছে ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জামায়াতে নামাজ পড়ার সময় রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য অল্প সময় ইমামের সাথে রুকুতে শরিক হওয়াই যথেষ্ট। ইমামকে এক তাসবীহ পরিমাণ পাওয়া জরুরি নয়। তবে ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার পর অন্তত এক তাসবীহ পরিমাণ বিলম্ব করে উঠবে।
সেদিন আপনি নিজেকে মাসবূক ভেবে সতর্কতা স্বরূপ নামাজ পড়ার দরকার ছিল না। এখন আর করণীয় কিছু নেই। নামাজ হয়ে গেছে।
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৫৩৪
শরহুল মুনইয়াহ ৩০৫
হালবাতুল মুজাল্লী ২/১২৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন