আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

চেয়ারে বসে জিকির মুনাজাত করা যাবে?

প্রশ্নঃ ৩৫৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,নামাজ শেষ করে আমি প্রায় ৩০/৪০ মিনিট জিকির দু'আ পরি তারপর মুনাজাত করি । আমার প্রশ্ন হলো... জায়নামাজে এতক্ষন বসে জিকির দুয়া পড়লে আমার পায়ে প্রচন্ড ব্যথা হয়। তাই আমি জায়নামাজ থেকে উঠে চেয়ারে বসে জিকির করে তারপর জায়নামাজে আবার বসি এবং আমার মুনাজাত শেষ করি। এতে কি আমার জিকির আর মুনাজাত কবুল হবে

২০ আগস্ট, ২০২৪
সিলেট

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


জায়নামাজে বসে অথবা চেয়ারে বসে উভয় অবস্থায় জিকির করতে পারবেন। এতে সওয়াব এর কমতি হবে না।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন: যারা আল্লাহ তাআলার জিকির করে দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে..
ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰماً وَقُعُوداً وَعَلَىٰ جُنُوبِهِمۡ وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلاً سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ
সূরা আলে ইমরান ১৯১

তবে খেয়াল রাখতে হবে, যে সকল ফরজ নামাজের পর সুন্নত মুয়াক্কাদা আছে, সে ওয়াক্তে সুন্নতে মুয়াক্কাদা আদায় করতে বেশি দেরি করা উচিত নয়।

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا سَلَّمَ لَمْ يَقْعُدْ إِلاَّ مِقْدَارَ مَا يَقُولُ ‏"‏ اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ ‏"‏ ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ ‏"‏ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ ‏"‏ ‏.

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, সলাতে সালাম ফিরানোর পরে নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ততটুকু সময় বসতেন- “আল্লা-হুম্মা আন্‌তাস সালাম-মু ওয়া মিনকাস্‌ সালা-মু তাবা-রক্‌তা যাল জালা-লি ওয়াল ইকর-ম” (অর্থাৎ- হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সন্মান ও প্রতিপত্তির অধিকারী।) এ দু’আটা পড়তে যতটুকু সময় লাগে।
সহিহ মুসলিম, হাদিস নং ১২২২

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন