আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৫২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আ,লাইকুম ওয়া রহ্ মাতুল্লাহ .........জাযাকাল্লাহ খাইর , আল্লাহ আপনাদের উত্তর প্রদানের উসিলায় , উত্তম প্রতিদান দান করুক , আমিন । আমার আজকের প্রশ্ন .......১. নামাজের মধ্যে কোন সূরার একই আয়াত ইচ্ছে করে ২-৩ বার পড়া/পাঠ করা যাবে কি/না, কোন ফরজ বা সুন্নত নামাজে ? ২. যখন আমরা নামাজে ডান এবং বাম দিকের ফেরেশতাদের সালাম প্রদান করি ....তখন ডান এবং বাম পাশের মুসল্লিদেরকেও সালামের নিয়তে সালাম ফেরানোর মাসআলা আছে কি/না ?৩. মাসজিদে ফজর নামাজের আজানের আগে মুসল্লিদেরকেও জাগানোর উদ্দেশ্য ইসলামিক হামদ/নাত/গজল গাওয়ার কোন বিধান আছে কি না .... ??

১০ নভেম্বর, ২০২০
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. নামাযে একই আয়াত তাদাব্বুর (গভীরভাবে ধ্যান করার) জন্য বারবার পড়া যাবে। তবে ওলামায়ে কেরাম সূরা ফাতিহার কোনো আয়াত বারবার পড়তে নিষেধ করেছেন।

২. নামাজের শেষে ডানে-বামে সালাম ফেরানোর সময় ডান-বামের মুসল্লীদের সঙ্গে ফেরেশতাদের নিয়ত করবে।

৩. শরীয়তে আযানের বিধান দেয়া হয়েছে মুমিনদের নামাজে ডাকার জন্য।
ফজরের আযানে বাড়তি দুটি বাক্য ঘুম থেকে উঠানোর জন্য। আল্লাহর দেয়া পন্থা বাদ দিয়ে শরীয়তে নুতন পদ্ধতি চালু করাই হল বিদআত। নুতন আবিষ্কৃত বিষয় প্রথম প্রথম একটু ভালো মনে হলেও কালের চক্রাবলে তা অবশ্যই বিদআতে পরিনত হতে বাধ্য। অতএব ফজরের আযানের আগে বা পরে মুসল্লীদেরকে জাগ্রত করার উদ্দেশ্যে গজল গাওয়া অবশ্যই পরিত্যাজ্য।

প্রসিদ্ধ তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ এর উদৃতি দিয়ে ইমাম তিরমিজী রহিমাহুল্লাহ তার স্বীয় কিতাব তিরমিজীতে একটি ঘটনা উল্লেখ করেন:
মুজাহিদ রহিমাহুল্লাহ কোন এক সফরে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু তায়ালা আনহুর সঙ্গি ছিলেন। নামাজের সময় আযান হলে এক মসজিদে প্রবেশ করেন। মুয়াজ্জিন সাহেব আযানের পর মুসল্লিদেরকে নামাজের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ভিন্ন শব্দে এলান দিল। এলান শুনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেনঃ এই বেদাতীর কাছ থেকে আমাকে নিয়ে চলো।
একথা বলে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন।

سَمِعْتُ أَبَا ذَرٍّ يَقُولُ : قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا أَصْبَحَ بِآيَةٍ، وَالْآيَةُ : { إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ }.
সুনানু নাসাঈ ১০১০
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا : السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْجَانِبَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " عَلَامَ تُومِئُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمُسٍ ؟ إِنَّمَا يَكْفِي أَحَدَكُمْ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ، ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَلَى يَمِينِهِ وَشِمَالِهِ ".
মুসলিম ৪৩১
عَنْ بِلَالٍ قَالَ : قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلَّا فِي صَلَاةِ الْفَجْرِ ". وَفِي الْبَابِ عَنْ أَبِي مَحْذُورَةَ. حَدِيثُ بِلَالٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي إِسْرَائِيلَ الْمُلَائِيِّ، وَأَبُو إِسْرَائِيلَ لَمْ يَسْمَعْ هَذَا الْحَدِيثَ مِنَ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، إِنَّمَا رَوَاهُ عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ. وَأَبُو إِسْرَائِيلَ اسْمُهُ إِسْمَاعِيلُ بْنُ أَبِي إِسْحَاقَ، وَلَيْسَ هُوَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ، وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي تَفْسِيرِ التَّثْوِيبِ، فَقَالَ بَعْضُهُمُ : التَّثْوِيبُ أَنْ يَقُولَ فِي أَذَانِ الْفَجْرِ : الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. وَهُوَ قَوْلُ ابْنِ الْمُبَارَكِ وَأَحْمَدَ. وَقَالَ إِسْحَاقُ فِي التَّثْوِيبِ غَيْرَ هَذَا قَالَ : هُوَ شَيْءٌ أَحْدَثَهُ النَّاسُ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ فَاسْتَبْطَأَ الْقَوْمَ، قَالَ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ : قَدْ قَامَتِ الصَّلَاةُ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ. قَالَ : وَهَذَا الَّذِي قَالَ إِسْحَاقُ هُوَ التَّثْوِيبُ الَّذِي كَرِهَهُ أَهْلُ الْعِلْمِ، وَالَّذِي أَحْدَثُوهُ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالَّذِي فَسَّرَ ابْنُ الْمُبَارَكِ وَأَحْمَدُ أَنَّ التَّثْوِيبَ أَنْ يَقُولَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ فَهُوَ قَوْلٌ صَحِيحٌ وَيُقَالُ لَهُ : التَّثْوِيبُ أَيْضًا. وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ، وَرَأَوْهُ. وَرُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ فِي صَلَاةِ الْفَجْرِ : الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. وَرُوِيَ عَنْ مُجَاهِدٍ قَالَ : دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ مَسْجِدًا، وَقَدْ أُذِّنَ فِيهِ، وَنَحْنُ نُرِيدُ أَنْ نُصَلِّيَ فِيهِ، فَثَوَّبَ الْمُؤَذِّنُ، فَخَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْمَسْجِدِ، وَقَالَ : اخْرُجْ بِنَا مِنْ عِنْدِ هَذَا الْمُبْتَدِعِ. وَلَمْ يُصَلِّ فِيهِ، وَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ التَّثْوِيبَ الَّذِي أَحْدَثَهُ النَّاسُ بَعْدُ.
সুনানু তিরমিজী ১৯৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন