লোক দেখানো মহর
প্রশ্নঃ ৩৪৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুনেছি দেনমোহর নগদ দিতে হয় কিন্তু আমাদের দেশে এক লাখ দু লাখ টাকা বাকি রাখিয়া সম্পূর্ণ বাঁকিয়ে দেনমোহর দিয়ে বিয়ে করে কিন্তু আমার কাছে নগদ দেওয়ার টাকা নেই আমি কি করব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মোহর দুভাবে ধার্য হতে পারে। নগদ অথবা বাকি। শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় "মোহরে মুয়াজ্জাল" ও "মোহরে মুআ'জ্জাল"।মোহর নগদ ধার্য হোক বা বাকিতে, উভয় অবস্থায় মোহর পরিশোধ করতেই হবে। নিজের জীবদ্দশায় মোহর পরিশোধ না করে থাকলে মৃত্যুর পর মীরাসি সম্পদ থেকে পরিশোধ করা হবে। মোহর পরিশোধ করা ফরজ।
قَدۡ عَلِمۡنَا مَا فَرَضۡنَا عَلَيۡهِمۡ فِيٓ أَزۡوَٰجِهِمۡ
সূরা আহযাব ৫০
تَعْجِيل الْمَهْرِ وَتَأْجِيلُهُ
- يَرَى الْحَنَفِيَّةُ وَالشَّافِعِيَّةُ جَوَازَ كَوْنِ كُل الْمَهْرِ مُعَجَّلاً أَوْ مُؤَجَّلاً وَجَوَازَ كَوْنِ بَعْضِهِ مُعَجَّلاً وَبَعْضِهِ مُؤَجَّلاً.
وَصَرَّحَ الْحَنَفِيَّةُ بِأَنَّهُ إِذَا سَمَّى الْمَهْرَ فِي عَقْدِ النِّكَاحِ وَأَطْلَقَ فَالْمَرْجِعُ فِي مَعْرِفَةِ مِقْدَارِ الْمُعَجَّل مِنَ الْمَهْرِ هُوَ الْعُرْفُ؛ قَال ابْنُ الْهَمَّامِ: يَتَنَاوَل الْمُعَجَّل عُرْفًا وَشَرْطًا؛ فَإِنْ كَانَ قَدْ شَرَطَ تَعْجِيل كُلِّهِ فَلَهَا الاِمْتِنَاعُ حَتَّى تَسْتَوْفِيَهُ كُلَّهُ؛ أَوْ بَعْضَهُ فَبَعْضَهُ.
وَإِنْ لَمْ يُشْتَرَطْ تَعْجِيل شَيْءٍ بَل سَكَتُوا عَنْ تَعْجِيلِهِ وَتَأْجِيلِهِ: فَإِنْ كَانَ عُرِفَ فِي تَعْجِيل بَعْضِهِ وَتَأْخِيرِ بَاقِيهِ إِلَى الْمَيْسَرَةِ أَوِ الطَّلاَقِ فَلَيْسَ لَهَا أَنْ تَحْتَبِسَ إِلاَّ إِلَى تَسْلِيمِ ذَلِكَ الْقَدْر .
الموسوعة الفقهية: المهر
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন