স্বামির সাথে অনেক ঝগড়া হয় এ জন্য ডিভোর্স ছাড়া বাবার বাড়িতে থাকলে কি গুনাহগার হতে হবে?
প্রশ্নঃ ৩৩৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামির সাথে আমার অনেক ঝগড়া হয় যেকোনো বিষয় আমি তার জন্য আমার বাবার বাড়িতে থাকতেছি এখনো ডিভোর্স হয় নাই এতে কি আমার গুনাহ হচ্ছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী-স্ত্রী দুজন একই সঙ্গে পাশাপাশি জীবনযাপন করতে থাকে। এরই মাঝে সামান্য কিছু খুনসুটি ঘটতেই পারে। হালকা ঝগড়া বিবাদ হওয়াটাও স্বাভাবিক নয়। কিন্তু এটাকে কেন্দ্র করে জেদ ধরে থাকা ও বিচ্ছিন্ন হয়ে কালক্ষেপণ করা উচিত নয়।
পবিত্র কুরআনে কারীমের সূরা নিসা ১২৯নং আয়াতে আল্লাহ তায়ালা "ঝুলিয়ে রাখতে নিষেধ করেছেন"।
সুতরাং সংশোধনের পথে এগিয়ে যাওয়া কল্যাণকর হবে।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
والصلح خير
সংশোধন তথা উভয়ের মাঝে মিল করে দেয়া কল্যাণকর।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন