আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইউটিউবে অর্জিত টাকার বিধান

প্রশ্নঃ ৩৩৪৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব হযরত মুফতি সাহেব আমার একটি ইউটিউব চ্যানেল আছে। তাতে এড এর বিনিময় আমাকে কিছু অর্থ দেন। ওই অর্থ খাওয়া জায়েজ হবে কিনা দয়া করে জানালে খুবই উপকৃত হব। সালামান্তেঃ মাওলানা শাহাবুদ্দিন কোলকাতা

২৩ মে, ২০২৩
West Bengal ৭০০১৩৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনার ইউটিউব চ্যানেল থেকে উপার্জনের বিষয়টি নির্ভর করে বিজ্ঞাপনের উপর। আপনার চ্যানেলে ভালো জিনিসের বিজ্ঞাপন দেওয়া হয় আর আপনার কন্টেন্ট যদি ভালো ও বৈধ জিনিসের হয় তাহলে তা থেকৈ উপার্জিত অর্থ হলাল। এ ক্ষেত্রে যে বিজ্ঞাপনগুলো আসে তার জন্য শর্ত হচ্ছে,
১. যে বিষয়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেটি বৈধ হওয়া।
২. বিজ্ঞাপনের চিত্র শরীয়ত পরিপন্থী না হওয়া।
৩. বিজ্ঞাপন ও এর ভাষা এবং উপস্থাপনের মধ্যে কোনো ধরনের ধোঁকা বা প্রতারণার আশ্রয় না নেয়া ইত্যাদি।

কিন্তু আমাদের অভিজ্ঞতা ও বাস্তবতা হচ্ছে, ‘গুগল এডসেন্স’ এর মাধ্যমে যেসব বিজ্ঞাপন প্রদর্শন করা হয় তাতে অশ্লিল ও হারাম জিনিসের মিশ্রণ থাকে। কারণ, এই এডগুলো চ্যানেল মালিকের ইচ্ছার উপর নির্ভর করে না। সম্পূর্ণ গুগলের উপর নির্ভর। আর সেখানে এসব শর্ত পাওয়া যায় না। তাই এ থেকে বেঁচে থাকেই বল্যাণ ও নিরাপদ।


وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (سورة المائدة)

وفي معارف السنن- من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء (معارف السنن، كتاب الطهارة، باب ما جاء لا تقبل صلاة بغير طهور-1/34، الفتاوى الشامية، باب البيع الفاسد، مطلب فى من ورث مالا حراما-7/301، كتاب الحظر والإباحة، فصل فى البيع-9/554، بذل المجهود، كتاب الطهارة، باب فرض الوضوء- 1/37

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি জাওয়াদ তাহের
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন