আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পিরিয়ড শেষ হওয়ার পর তিনদিনের মাথায় আবারও ব্লিডিং!!

প্রশ্নঃ ৩১৭৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পিড়িয়ড শেষ হওয়ার পরে রোজা রাখা শুরু করি তিনটা রোজা রাখার পরে আবার পিড়িয়ড শুরু হলে আমার করনীয় কি?

১৩ মে, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শরিয়তের দৃষ্টিতে হায়েজের সর্বনিম্ন সময়সীমা তিনদিন এবং সর্বোচ্চ সময়সীমা দশদিন। তবে এক্ষেত্রে সাধারণত অধিকাংশ নারীর একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে। পাঁচদিন, সাতদিন বা আটদিন ইত্যাদী। ওই দিনগুলোতে এক দুই ফোঁটা করেও যদি ব্লিডিং হয় (ব্লাডের রঙে যাই হোক) তাহলে সেটা হায়েজ হিসেবেই গণ্য হবে। তখন তিনি নামাজ রোজা করবেন না। অনুরূপভাবে কখনো যদি তার নিজস্ব মেয়াদকাল অতিক্রান্ত হওয়ার পরও দশদিনের মধ্যে কোনো ব্লিডিং দেখা যায় তাহলে সেটাও হায়েজ হিসেবে গণ্য হবে এবং ধরে নিতে হবে যে তার নিজস্ব মেয়াদকাল পরিবর্তণ হচ্ছে। কাজেই এমন অবস্থা হলে দশ দিনের মধ্যে তিনি নামাজ রোজা করবেন না।

হাদীস শরীফে এসেছে
عن ابی امامة الباھلی قال قال رسول اللہ ۖ لایکون الحیض للجاریة والثیب الذی قد ایئست من الحیض اقل من ثلاثة ایام ولا اکثر من عشرة ایام فاذا رأت الدم فوق عشرة ایام فھی مستحاضة فمازاد علی ایام اقرائھا قضت ودم الحیض اسود خائر تعلوہ حمرة ودم المستحاضة اصفر رقیق (دار قطنی ، نمبر ٨٣٤)

অন্যত্রে এসেছে
( ٢)عن واثلة بن الاسقع قال قال رسول اللہ ۖ اقل الحیض ثلاثة ایام و اکثرہ عشرة ایام ۔(دار قطنی، کتاب الحیض ، ج اول ،ص ٢٢٥ ٨٣٦)

যার সারমর্ম হলো হায়েজ (মাসিক) এর সর্বনিম্ন সময় হলো তিন দিন, সর্বোচ্চ সময়সীমা হলো দশ দিন। আর যদি ১০ দিনের বেশি রক্ত আসে, তাহলে ১০ম দিনের পরবর্তী দিনগুলো ইস্তেহাজা হিসেবে গণ্য হবে এবং সেই সময়কার নামাজগুলো আদায় করতে হবে।
তবে দশদিন আগেই যদি মনে হয় যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং পুনরায় ফিরে আসার সম্ভবনা নাই তাহলে দ্রুত গোসল করে নামাজ-রোজা শুরু করে দিতে হবে।

সম্মানিত প্রশ্নকারী!
আপনার পিরিয়ড কয় দিন হওয়ার পর বন্ধ হয়েছে? যদি দশদিন হওয়ার পর বন্ধ হয়ে থাকে তাহলে পরবর্তী ব্লিডিং ইস্তেহাজা হিসেবে গণ্য হবে। এমতাবস্থায় নামাজ-রোজা সবই করতে হবে। তবে যদি দশদিনের আগেই বন্ধ হয়ে থাকে তাহলে বন্ধ হওয়ার দিন থেকে নিয়ে পরবর্তী তিন দিন যোগ করে কি দশ দিন পূর্ণ হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলেও নতুন ব্লিডিং ইস্তেহাজা হিসেবে গণ্য হবে।

আর যদি পিরিয়ডের ব্লিডিং এবং বন্ধ থাকার তিনদিন মিলে দশ দিনের কম হয় তাহলে দশম দিন পূর্ণ হতে যে কয়দিন হবে সেটা হায়েজ হিসেবে গণ্য হবে। তার পরবর্তী দিনগুলো ইস্তেহাজা হিসেবে গণ্য হবে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন