দোয়া ইউনুস খতম কি হাদিস সম্মত?
প্রশ্নঃ ২৯০২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া ইউনুস খতম কি হাদিস সম্মত? অসুস্থ রুগির জন্য হাফেজ সাহেব ডেকে অসুস্থ ব্যাক্তির সুস্থতার জন্য ৪১বার পড়তে হয় তার কথা বলছি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জ্বী, পড়া যাবে। এটা জায়েয আছে।
মূলতঃ দুআয়ে ইউনুস হল নবীর দুআ, যা কুরআনে কারীমে বর্ণিত হয়েছে।
{وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87) فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ (88)} [الأنبياء: 87، 88]
ওয়া যাননূনি ইযযাহাবা মুগা-দিবান ফাজান্না আল্লান নাকদিরা ‘আলাইহি ফানা-দাফিজজু লুমা-তি আল্লাইলা-হা ইল্লাআনতা ছুবহা-নাকা ইন্নী কুনতুমিনাজ্জালিমীন।
এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গুনাহগার।
https://muslimbangla.com/sura/21/verse/87
এ দুআয় একসাথে তাওহীদের ঘোষণা, তাসবীহ, তাওবা, রুজু ইলাল্লাহ, ইনাবত এ সবগুলো রয়েছে। নিজেদেরকে আল্লাহ্র হাওয়ালা করার জন্য, নিজেদের সমস্যা, প্রয়োজন আল্লাহ্র কাছে পেশ করার জন্য, আল্লাহ্র সাথে সম্পর্ক মজবুত করার জন্য অনেক ফলপ্রসূ দুআ এটি।
এ অযীফার শব্দ তো মাসূর তথা কুরআন-হাদীসে বর্ণিত হয়েছে কিন্তু সংখ্যা ও পদ্ধতি মাসূর নয়; বরং এক্ষেত্রে বিভিন্ন জায়েয পন্থা থেকে অভিজ্ঞতার ভিত্তিতে একটি পন্থা গ্রহণ করা হয়েছে। সে সংখ্যা বা পদ্ধতি সুন্নত নয়, মুস্তাহাবও নয়; মুবাহ মাত্র। আমাদের উদ্দেশ্য হল, আল্লাহ্র দিকে রুজু করা এবং তাঁর কাছে নিজেদের সমস্যা ও প্রয়োজনগুলো পেশ করা।
অতএব,এই মূলনীতি বুঝে থাকলে দুআয়ে ইউনুস ৪১ বার এবং সোয়া লক্ষ বার পড়ার যে ওযীফা বা আমল প্রচলিত আছে তা করতে কোনই অসুবিধে নেই, এটা বৈধ আছে আর দুআয়ে ইউনুস তো অবশ্যই মাসূর তথা কুরআনে বর্ণিত দোয়া।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন