আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

১৩৮১৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার মামি মারা গেছেন ৯ বছর।
আমি স্বপ্নে দেখলাম যে তার মেঝ মেয়ে রাত্রে তাকে কবর থেকে উঠালো। তখনও সে মৃত ছিলো.. দেখলাম মুরগি যেভাবে ছোলা হয় ঠিক সেভাবে একটা মুরগির মতো ছোলা।
মানে একটা চামড়া ছাড়া ছোলা মুরগি তার লাশের বদলে..!
আমি তার মেঝ মেয়েকে জিজ্ঞেসা করলাম তাকে কেন এভাবে কবর থেকে তুলা হলো, সে বলল হাশরের মাঠে তো তাকে আবার মাংস সম্মতই উঠানো হবে..!!!
এইসব দৃশ্য দেখে স্বপ্নের মধ্যেই আমার খুব ভয় লাগছিলো।
আর যে সময় থেকে আমি এই স্বপ্ন দেখেছি এখন পর্যন্ত ও এই স্বপ্ন আমাকে খুব চিন্তিত ও ভাবিয়ে তুলেছে।
আমার এই স্বপ্নের ব্যাখ্যা কী জানালে উপকৃত হব।
ধন্যবাদ!
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ ফেব্রুয়ারী, ২০২২
Shiruail
১৩৪৯২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
গত এক সপ্তাহ ধরে নিয়মিত স্বপ্ন দেখছি।আমি রাতে ঘুমানোর সময় টুকটাক আমল করে ঘুমাই।
স্বপ্নগুলোর মধ্যে কিছু এমন যেঃ-
একদিন দেখি আমি বাথরুমে প্রস্রাব করছি আমার পিছনে ফ্লাস এর উপর একটা লোক বসা।আমি স্পষ্ট তার চেহারা দেখেছি। এখন পর্যন্ত মনে আছে তার চেহারা।আমার পরিচিত কেউ না।যখন সে পিছনে ফ্লাসের উপর বসা ছিলো আমি জানতাম না। হঠাৎ উঠে পিছনে তাকিয়ে মুখোমুখি হই আর অবাক হই।

দ্বিতীয় স্বপ্নঃ-উস্তাযাহ জাইন একটা ঘরে তালিম করছে আর সেখানে কোনো এক কারনে সে রাগান্বিত হয়েছেন।
তৃতীয় স্বপ্নঃ- আমি কাকে যেনো বউ সাজাচ্ছি।নিজ হাতে খুব যত্ন করে।
চতুর্থ স্বপ্নঃ উল্টো পালটা দেখেছি।
পঞ্চম স্বপ্নঃ-একজন পরিচিত মানুষ আমাকে বিয়ে করেছে তার সাথে সহবাস করছি( আস্তাগফিরুল্লাহ) উল্লেখ্য, আমি অবিবাহিত।


এক এক দিন এক এক স্বপ্ন দেখছি।পারিবারিক অশান্তি ও মানসিক অশান্তি রয়েছে খুব।দোয়া করবেন আমার জন্য।আগে সালাত ঠিক ছিলো এখন ফজরে উঠতে পারিনা।কষ্ট হয় খুব ফজরে উঠতে পারিনা এজন্য। সব এলোমেলো হয়ে গেছে।
৭-৮ মাস ধরে মাসিক ও হয়না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৯ ফেব্রুয়ারী, ২০২২
শমশেরনগর