প্রশ্নঃ ২৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, আমাদের মসজিদের সিঁড়ির নিচের জায়গা বেশ বড়। মসজিদ কমিটির এক প্রাক্তন সদস্য উক্ত স্থানটি ভাড়া নিয়ে আতর-টুপির দোকান বানাতে চাচ্ছেন। যেহেতু তিনি অনেকদিন পর্যন্ত মসজিদ কমিটির সদস্য ছিলেন, তাই বর্তমান কমিটির অনেকেই তার এই প্রস্তাব গ্রহণ করেছেন। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, মসজিদের উক্ত অংশে কি দোকান বানানো বৈধ হবে? উল্লেখ্য, মসজিদের সিঁড়িটি মসজিদের বারান্দা হয়ে উপরে উঠেছে। সিঁড়ির নিচে দোকান বানানো হলে বারান্দাটি ব্যবহার হবে। কারণ ক্রেতারা সেখানে দাঁড়ানো ছাড়া কিছু কিনতে পারবে না।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত দোকানটি চালাতে গেলে যেহেতু বারান্দাটি ব্যবহার হবে। আর মসজিদের বারান্দা মসজিদেরই অংশ, আর মসজিদের কোনো অংশে বেচা-কেনা করা নাজায়েয। তাই উক্ত সিঁড়িঘরে দোকান বানানো জায়েয হবে না।
প্রকাশ থাকে যে, মসজিদ আল্লাহর ঘর। সম্মানিত স্থান। এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ فِي المَسْجِدِ، فَقُولُوا: لَا أَرْبَحَ اللهُ تِجَارَتَكَ.
যখন তোমরা কাউকে মসজিদে বেচা-কেনা করতে দেখ তখন বল, আল্লাহ যেন তোমার ব্যবসা লাভজনক না করেন। -জামে তিরমিযী, হাদীস ১৩২১
অতএব, দোকান বানানোর প্রস্তাবটি মঞ্জুর করা কর্তৃপক্ষের জন্য জায়েয হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন