প্রশ্নঃ ২৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের ভার্সিটির ছাত্রাবাসে যেসব সহপাঠী নামাযী, তারা মসজিদে যেতে না পারলে অনেক সময়ই নিজেরা জামাত করে নেয়। একদিন নামাযের জন্য কাতার করে দাঁড়ানোর সময় এক সাথী বললেন, প্রথম কাতারে যারা আছি তাদের ইমামের পিছনেই দাঁড়াতে হবে এটা আবশ্যক না। ইমামের পাশে ডানে বামে দাঁড়ালেও চলবে। আরেক সাথী বললেন, না, এভাবে দাঁড়ালে হবে না। ইমামকে সামনে এগিয়েই দাঁড়াতে হবে। যাই হোক আমরা আর কথা না বাড়িয়ে প্রথমোক্ত সাথীর কথামতো ইমামের থেকে এক কদম সরে ডানে ও বামে তিনজন করে দাঁড়িয়ে নামায আদায় করি। আর বাকি সাথীরা আমাদের পিছনে আরেক কাতারে। এখন জানার বিষয় হল, এইভাবে কাতার করে দাঁড়ালে কি নামায শুদ্ধ হবে? নাকি ইমামের একদম পিছনে কাতার করা বাধ্যতামূলক? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুক্তাদী যদি সংখ্যায় দু’জন বা ততোধিক হয় তাহলে নিয়ম হল, তারা ইমামের পিছনে কাতার করবে। মুক্তাদী দুই বা ততোধিক হলে ইমামের পাশে দাঁড়ানো অনুত্তম। তাই বিনা ওজরে এভাবে দাঁড়াবে না। তবে কখনো যদি এমন পরিস্থিতি হয় যে, মুসল্লী-সংখ্যা জায়গার তুলনায় বেশি তাহলে সেক্ষেত্রে কিছু মুসল্লী ইমামের ডানে-বামেও দাঁড়াতে পারবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন