খাদিজা রাদিয়াল্লাহু আনহার রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সাথে বিবাহের পূর্বে উনার সন্তান কতজন ছিল ?
প্রশ্নঃ ২৪৪৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রশ্ন: মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সাথে বিবাহের পূর্বে তানার সন্তান কতগুলি ছিল ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
খাদিজা রাঃ এর দুইবার বিয়ে হয়েছিল এবং দু’টো স্বামীই অকালে মারা গিয়ে বিধবা হয়েছেন।
প্রথম স্বামী আতিক ইবনে আবিদ, তাঁর ঘরে হারেসা নামে এক কন্যা ছিল।
দ্বিতীয় স্বামী আবু হালা আত-তাইমী, তাঁর ঘরে হালা নামে কন্যা ও হিন্দ নামের এক পুত্র ছিল।
দুর্বল ভিন্নমতে উল্লেখ আছে যে, আতিক দ্বিতীয় ও আবু হালা হলেন প্রথম স্বামী।
আগের সন্তানেরা সবাই জীবিত ছিলেন এবং পরবর্তীতে মুসলমান হয়েছিলেন।
মতান্তরে প্রথম স্বামীর ঘরে হারিস নামে আরো একটি পুত্র ছিল, মক্কায় রাসুল (সা) কে হত্যা করার জন্য হামলা হলে তিনি প্রতিহত করতে গিয়ে শাহাদাৎ বরণ করেন।
তাঁর মৃত দুই স্বামীও অঢেল সম্পদের মালিক ছিলেন, তারাই সকল সম্পদ স্ত্রীকে দিয়ে যান।
তিনি ছিলেন স্বামীর সম্পদের যথাযথ হেফাজত কারী ও বৃদ্ধিকারী।
ফলে পরবর্তীতে তিনি হতে পেরেছিলেন সফল ব্যবসায়ী।
তাঁর ব্যবসায়ের গণ্ডি সুদূর ফিলিস্তিন হয়ে সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন