আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মৃত মাছ খাওয়া জায়েজ কেন?

প্রশ্নঃ ২৪১৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মৃত মাছ খাওয়া জায়েজ হয়েছে কিভাবে?

১৫ নভেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মৃত মাছ খাওয়া জায়েয হয়েছে, কেননা, হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনু ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
أُحلّتْ لنا ميتتانِ ودمانِ : الجرادُ والحيتانُ والكبدُ والطحالُ
খাদ্যরূপে ‘দু’প্রকারের মৃত প্রাণী এবং দু’প্রকার রক্তকে আমাদের (মুসলিমদের) জন্য হালাল করা হয়েছে। দু’প্রকার মৃত প্রাণী হচ্ছে–টিড্ডি ও মাছ। এবং রক্তের দু’প্রকার হচ্ছে— (হালাল প্রাণীর) কলিজা ও হৃৎপিণ্ড। (মুসনাদে আহমাদ ৫৭২৩)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়ার মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন