আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২১৯৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম অরাহমাতুল্লাহি অবারাকাতুহু আমার প্রশ্ন হচ্ছে যে, সুন্নাতে মুয়াক্কাদা নামাজ কি বাসায় পড়া যাবে? যেমন যোহরের পরের ২ রাকাত সুন্নাতে মুয়াক্কাদা বাসায় এসে আদায় করা যাবে কি?

২৫ আগস্ট, ২০২২
Lisboa, Lisbon, Lisboa, Portugal

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সুন্নাত নামাজ বাসায় পড়াই উত্তম।
বাসায় পড়ার পরিবেশ না থাকলে তখন মসজিদে পড়বে আর পরিবেশ থাকলে এবং আলস্য না হলে সুন্নাত নামাজ বাসায় পরা ভালো।
সূত্রঃ
https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي النَّضْرِ، عَنْ أَبِيهِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ أَفْضَلُ مِنْ صَلاَتِهِ فِي مَسْجِدِي هَذَا إِلاَّ الْمَكْتُوبَةَ " .

১০৪৪. আহমাদ ইবনে সালেহ (রাহঃ) .... যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ ফরয নামায ব্যতীত যে কোন ধরনের নফল নামায আমার এই মসজিদ (মসজিদে নববী) হতে ঘরে পড়াই শ্রেয়।

—সুনানে আবু দাউদ, ইফা নং ১০৪৪

তাহকীক: বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন