প্রশ্নঃ ২১৯৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কাবা শরীফের দিকে পা করে শুয়ে থাকলে কি কোনো গোনাহ হবে হাদীসের আলোকে জানাবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদিসে রাসূল (সা.) কেবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে ইস্তেঞ্জায় বসতে নিষেধ করেছেন।
হাদিস শরিফে এসেছে,
فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا
‘রাসূল (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কেউ পায়খানায় গেলে কেবলামুখী হয়ে বসবে না এবং কেবলার দিকে পিঠ দিয়েও বসবে না।’ [সুনানে আবুদাউদ, হাদিস: ৮]
এই হাদিস থেকে বুঝা যায়, এমন কোনো কাজ করা যাবে না, যা কেবলার অসম্মান হয়। তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তার অসম্মান বুঝায়, তাই কেবলা তথা পশ্চিম দিকে পা দিয়ে শোয়া মাকরূহ হবে। তবে যদি কোনো ওজর থাকে, তাহলে পা দেওয়ার অনুমতি রয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন