প্রশ্নঃ ২১০৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন হুজুর ছোট ছেলে কিংবা মেয়ে যদি কোলে প্রসাব করে আর তা যদি কাপরে কিংবা শরীলে লাগে তাহলে কি আমি নাপাক হয়ে যাব আমাকে কি গোসল করতে হবে
প্রশ্ন হুজুর আমার জানা মতে গোসল তিনটি কারণে ফরজ হয় কিন্তু কেউ যদি প্রসাব করে পানি না নেয় তাহলে তো সে নাপাক হয়ে যাবে তো নাপাক থেকে পাক হওয়ার জন্য খালি গোসল করলেই হবে নাকি ফরজ তিনটি আদায় করতে হবে যদি ফরজ তিনটি আদায় করতে হয় তাহলে তো তিনটি কারণের মধ্যে এটি পরনা দয়া করে সঠিক ব্যাখা জানাবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাচ্চাদের প্রশ্রাব শরীরে কিংবা কাপড়ে লাগলে গোসল করতে হবে না। শরীরের সেই অংশ বা কাপড় ধুয়ে নিলেই পাক হয়ে যাবে।
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، وَالرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ قَابُوسَ، عَنْ لُبَابَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ - رضى الله عنه - فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَبَالَ عَلَيْهِ فَقُلْتُ الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ قَالَ " إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ " .
৩৭৫. মুসাদ্দাদ ইবনে মূসারহাদ .... কাবূস (রাহঃ) থেকে লুবাবা (রাহঃ)-এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, হুসাঈন ইবনে আলী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কোলে ছিলেন। এমতাবস্থায় তিনি তাঁর কোলে পেশাব করেন। তখন আমি তাকে বলি, আপনি অন্য একটি কাপড় পরিধান করুন এবং এই কাপড়টি আমাকে ধৌত করতে দিন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ মেয়ে শিশুর পেশাব কাপড়ে লাগলে তা ধৌত করতে হয় এবং ছেলে শিশুর পেশাব কাপড়ে লাগলে তাতে পানি ছিটালেই চলে।*
—সুনানে আবু দাউদ, ইফা নং ৩৭৫
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন