বাবা মা বিয়ে দিতে চায় না!
প্রশ্নঃ ১২৩৪১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বয়স ২৭ চলমান। আমার পড়ালেখা শেষ, একটি এনজিও তে চাকুরীরত আছি। আমি হালাল ভাবে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার বাবা মা এখনই বিয়ে দিতে রাজি নয় কারণ নিজের পায়ে দাঁড়াতে হবে. এর কারণে আমি গুণাহতে লিপ্ত হচ্ছি। অনেক বুঝানোর পরও তারা আমার কথা মানতে চান না!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে উত্তম প্রস্তাব পাওয়া গেলে বিবাহ করাতে দেরি করা কিছুতেই উচিত নয়। যদি দেরি করানো হয়, আর এরই মাঝে ছেলে মেয়ে অন্যায় অপরাধে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই গুনাহের দায়ভার পিতা মাতার উপর আসবে।
উপযুক্ত প্রস্তাব এলে বিবাহ করাতে গড়িমশি নয়। আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ ، إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ
তোমরা যে ছেলের দ্বীনাদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পার সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও। যদি তা না কর তাহলে পৃথিবীতে মহা ফেতনা-ফাসাদ সৃষ্টি হবে।
—তিরমিযী ১০৮৪
এক.
এখন আপনার জন্য করণীয় হলো, আল্লাহর সাহায্য নিয়ে বাবা-মাকে বুঝাতে থাকুন। নিজেও চেষ্টা করতে থাকবে। সফলতা আল্লাহ তায়ালাই দিবেন। এক্ষেত্রে সীমার মধ্যে থেকে মান-অভিমান চলমান রাখা যেতে পারে। তবে কিছুতেই তাদের সাথে বেয়াদবি করবেন না। কেননা বাবা মায়ের সাথে বেয়াদবির ফল খুব খারাপ হয়। এমনি বাবা মা অন্যায় করলেও সবর করতে হয়। আল্লাহর কাছে বলতে হয়।
দুই.
পরিবারকে না জানিয়ে গোপন বিবাহ পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যা কিছুতেই কাম্য হতে পারে না। তা শরীয়তের শর্ত মেনে পারিবারিকভাবেই বিবাহ করুন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর এবং দৈনিক ন্যূনতম দু'রাকা'আত সলাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তায়ালার কাছে সাহায্য চেয়ে দোয়া করতে থাকুন। তিনি অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ।
প্রাপ্ত বয়স্ক একজন যুবক প্রতিকূল পরিস্থিতিতে হাল ছেড়ে দেবে না। বরং জীবন যুদ্ধে আল্লাহর সাহায্য নিয়ে তাকে বিজয়ী হতেই হবে। বাবা-মাকে ছেড়ে দেয়া যাবে না। আল্লাহ তায়ালা উত্তম ব্যবস্থা করে দিন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন