প্রশ্নঃ ১৮২৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর আশা করি ভাল আছেন
আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
হুজুর আমি একজন ইমাম
আজ দীর্ঘ ৭ বছর যাবত একটা মসজিদের ইমামির খেতমতে আছি আলহামদুলিল্লাহ।
আজ সকালে (৯/৫/২০২২) ফজরের নামাজের পরে ঘুমিয়েছিলাম,
হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
আমি নামাজের ইমামতিতে দাড়ালে সামনের দিকে ঝুকে পড়ে যায়, আর ওখান থেকে বারবার উড়তে চেষ্টা করলেও উঠতে না পেরে বসার মধ্যেই প্রথম রাকাতের ইমামতি করে দ্বিতীয় রাকাতে আবার উঠার চেষ্টা করেও উঠতে না পেরে বসার মধ্যেই নামাজ চালিয়ে নিয়ে যায়।
এখন প্রশ্ন হচ্ছে
এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
এবং উজরের কারণে বসে ইমামতি করলে নামাজ হবে কি না??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম যদি জমিনে বসে সমতলে সিজদা করে নামায পড়ায় তাহলে তার পেছনে সুস্থ ব্যক্তিদের দাঁড়িয়ে ইক্তেদা করা সহীহ হবে । তবে তিনি যদি চেয়ারে কিংবা সমতলে বসে ইশারায় রুকু সেজদা করে নামাজ আদায় করেন তাহলে তার পেছনে সুস্থ ব্যক্তিদের ইক্তেদা সহীহ নয়।
সহীহ বুখারী-হাদীস ৬৮৯ #উমদাতুল কারী ৫/২১৯ #ফাতাওয়া খানিয়া ১/২৪৩; #খুলাসাতুল ফাতাওয়া ১/৬৫ #হালবাতুল মুজাল্লী ২/৩৬৯ #ফাতাওয়া বায্যাযিয়া ১/৩০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন