প্রশ্নঃ ১৬৯৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আমার নাম, এম, আতিকুর রহমান কামালী।
মোহতারাম, আমি অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই-যে। প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে প্রেম করে নিজেরাই বিয়ে করল মুবাইলের মাধ্যমে, ইজাব-কবুল বলে। অথচ কোন সাক্ষি রাখেনী। তাদের বিয়ের ব্যাপারে শরয়ী মাসআলার হুকুম কি ???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিচের রেফারেন্স উত্তরদুটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৭৫৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম আমার মোবাইলের মাধ্যমে বিয়ে হয় স্বামী বিদেশ তার ফেমেলি এবং আমার ফেমেলির দুই পক্ষ মিলে কাজীসহ দেনমোহরের মাধ্যমে সবার সামনে বিয়ে হয় এখন আমার স্বামী দেশে আসলে আমরা কি এক সাথে থাকতে পারব আর বিয়ে কি আবার করতে হবে দেশে আসলে কী সরা পরব আর কীভাবে পরব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বর্তমানে সমাজে প্রচলিত মোবাইলে বিবাহ এর যে সিস্টেম; পাত্র-পাত্রী দুজন দু'দেশে থাকে। ভিডিও অথবা অডিও কলে তাদের প্রস্তাব প্রদান ও গ্রহণ তথা ঈজাব কবুল সম্পন্ন হয়।
এটি শরীয়তের মানদণ্ডে স্বীকৃত নয়। বরং এধরনের সংকটময় পরিস্থিতিতে শরীয়তের সমর্থিত পন্থা হলো; ছেলে অথবা মেয়ে কোন একজনের পক্ষ থেকে একজন ওয়াকিল হবেন। যিনি অপর পক্ষের কাছেই আছেন। এরপর সেখানে বিবাহের মজলিস হবে। ঐ মজলিসে ওয়াকিল তার মক্কেলের পক্ষ থেকে সাক্ষীদের সম্মুখে বিবাহের ঈজাব অথবা কবুল সম্পন্ন করবেন।
আপনাদের বিবাহের আকদ (ঈজাব-কবূল) যদি শরীয়ত অনুযায়ী সম্পন্ন না হয়ে থাকে, তাহলে আপনার প্রস্তাবক পাত্র দেশে আসলে ন্যূনতম দুজন সাক্ষীর সম্মুখে আপনাদের পারিবারিক পর্যায়ে ঈজাব কবুল করে নেবেন। পূর্বের ধার্যকৃত মোহর পুনরায় উল্লেখ করে মোহর সাব্যস্ত করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রশ্নঃ ১৪০৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোবাইলের মাধ্যমে বিবাহ করেছি আমার কাছে তিনজন সাবালক পুরুষ ছিল আর মোবাইল ফোনের অন্যপাশে আমার স্ত্রী একা ছিল তারা আমাদের দুজনের ইজাব কবুল শুনেছে এখন আমার প্রশ্ন হল আমাদের বিবাহ শুদ্ধভাবে হয়েছে কিনামোবাইলের লাউড স্পিকার বাড়ানো ছিল
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনাদের বিবাহ সহীহ হয়নি।
কেননা বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত হল একই বৈঠকে দু’জন আযাদ, প্রাপ্ত বয়স্ক, বিবেকবান দুই জন মুসলিম স্বাক্ষের সামনে পাত্র/পাত্রি প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র/পাত্রি তা কবুল করবে। আর সাক্ষীগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে শুনবে। আর শরয়ী এ শর্তাবলী পরিপূর্ণভাবে টেলিফোনে পাওয়া সম্ভব নয়। কেননা মোবাইলে বৈঠক ভিন্ন ভিন্ন থাকে তাই টেলিফোন বা মোবাইলে বিবাহ করা জায়েজ নয়। {ফাতওয়ায় উসমানী-২/৩০৪,৩০৫}
টেলিফোন বা মোবাইলে বিবাহ করার পদ্ধতি হল-উভয় পক্ষ থেকে এক পক্ষ অপরপক্ষ যেখানে থাকে সেখানের কোন ব্যক্তিকে ওকীল বানাবে। তারপর সে অকীল দু’জন সাক্ষীর সামনে বিবাহ করিয়ে দিবে। তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। এছাড়া সরাসরি মোবাইলে বা টেলিফোনে প্রস্তাব ও কবুল করার দ্বারা বিবাহ সহীহ হবে না।
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)
প্রমাণাদিঃ
{আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন