আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জমি বন্ধক নিয়ে উৎপাদিত ফসলের অর্ধেক গ্রহন করা

প্রশ্নঃ ১৪৪৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জমি বন্দক নিয়েছি, এই জমি জমিদাতা চাষ করে অর্ধেক ফসলের ভাগ দিয়ে দেয় এটা শরিয়তের মধ্যে কতটুকু যুক্তিসম্মত বিস্তারিত দলিল সহকারে জানালে কৃতজ্ঞ থাকিব।

২৩ অক্টোবর, ২০২৩
N১০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বন্ধকি বস্তু বন্ধকগ্রহিতার হাতে আমানত। তার জন্য যেকোনো পন্থায় বন্ধকি বস্তু/জমি থেকে উপকৃত হওয়া হারাম। এটা সুদের অন্তর্ভুক্ত। বন্ধক রাখতে হবে ঋণের সিকিউরিটিসরূপ। সেখান থেকে লাভবান হওয়ার জন্য নয়। কাজেই আপনাদের ওই চুক্তি প্রত্যাহার করা আবশ্যক। ইতিমধ্যে যে পরিমাণ শস্য নিয়েছেন সেগুলো জমিনের মালিককে ফিরিয়ে দেওয়া জরুরি।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১১৫৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব আমার স্বামী শশুর আমার কাছে টাকা রাখছে, , এই টাকা আমার শশুরের ।এখান থেকে আমি তাদের অনুমতি ছাড়া কিছু টাকা খরচ করে ফেলেছি , কত টাকা তা আমার বেশী মনে পড়ছেনা , , আনুমানিক 10 হাজার হতে পারে , টাকা দিয়েছিল 6 লাখ হয়তো তার বেশীও হতে পারে খেয়াল নেই। এই 10 বা যেটা খরচের কথা আমার মনে নেই সেই টাকা যদি না দেই তাহলে কি আমার গুনাহ হবে, , যদি গুনা হয় তাহলে গুনাহ থেকে বাচার উপায় বা পথ কি? তার কাথে ক্ষমা চাইলে কি মাফ পাবো।আর স্বামীর টাকা যদি খরচ করি সব টাকার হিসাব কি তাকে দিতে হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২০ ডিসেম্বর, ২০২১
ঢাকা