আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৫৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব আমার স্বামী শশুর আমার কাছে টাকা রাখছে, , এই টাকা আমার শশুরের ।এখান থেকে আমি তাদের অনুমতি ছাড়া কিছু টাকা খরচ করে ফেলেছি , কত টাকা তা আমার বেশী মনে পড়ছেনা , , আনুমানিক 10 হাজার হতে পারে , টাকা দিয়েছিল 6 লাখ হয়তো তার বেশীও হতে পারে খেয়াল নেই। এই 10 বা যেটা খরচের কথা আমার মনে নেই সেই টাকা যদি না দেই তাহলে কি আমার গুনাহ হবে, , যদি গুনা হয় তাহলে গুনাহ থেকে বাচার উপায় বা পথ কি? তার কাথে ক্ষমা চাইলে কি মাফ পাবো।আর স্বামীর টাকা যদি খরচ করি সব টাকার হিসাব কি তাকে দিতে হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২০ ডিসেম্বর, ২০২১
ঢাকা