প্রশ্নঃ ১৪১৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
যেহেতু আল্লাহই হেদায়েত দেওয়ার মালিক,তবে কেন সবাই হেদায়েত পায় না?? (যেমন মহানবীর চাচা)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহনবির চাচা কেন হেদায়াত পায়নি, সে বিষয়টি খুঁজতে গেলেই এ প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা।
আল্লাহ তাআলাই হিদায়াত দেন, আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়াত দিতে পারেন না। এটি অকাট্য সত্য। যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেন,
{ إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ} [القصص: 56]
অর্থাৎ,[আল্লাহ তাআলা নবিকে বলতেছেন] আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়াত দান করতে পারবেন না; বরং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দান করেন। তিনি ভালো জানেন কারা হোদায়াতপ্রাপ্ত। [কাসাস : ৫৬]
আল্লাহ তাআলা যা ইচ্ছা, যখন ইচ্ছা করতে পারেন। কিন্তু তিনি এ দুনিয়াকে একটি সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা করেন। কে হেদায়াত পাবে আর কে হেদায়াত পাবে না তারও একটি নীতি রেখেছেন।
এ বিষয়টি তিনি কুরআনের আরেক আয়াতে বলেছেন,
{وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ } [العنكبوت: 69]
অর্থাৎ, যার আমার পথে চেষ্টা করবে আমি নিশ্চয় নিশ্চয় তাদেরকে পথ দেখাব। [আনকাবুত : ৬৯]
এবার আসা যাক আবু তালেব কেন হেদায়াত পেল না। আমরা জানি আবু তালেবকে রাসুল সা. শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু সে তাঁর দাওযাতে সাড়া দেয়নি; বরং নিজ বংশের লোকরেদ কথার উপরই অটল থেকেছেন। মোটকথা তিনি নিজের থেকে হেদায়াত পাওয়ার চেষ্টা করেননি, তাই আল্লাহ তাআলাও তাকে হেদায়াত দেননি।
এছাড়াও আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন, তিনি চাইলে দুনিয়ার সকল মানুষকে মুমিন বানিয়ে দিতে পারতেন। কিন্তু দুনিয়ার পরীক্ষার জায়গা এখানে কাউকে বাধ্য করে হেদায়াত দান করা হয় না, তবে চলার আগ্রহ করে এগিয়ে যায় আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এজন্য প্রত্যেকের উচিত নিজের ব্যাপারে সতর্ক হওয়া। আমাকে কেউ হেদায়াত পাইয়ে দিতে পারবেন না। আমাকেই আমার হেদায়াতের পথে এগিয়ে যেতে হবে, আল্লাহর সাহায্য নিয়ে সে পথে সফল হতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন