প্রশ্নঃ ১৪০৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার একজন হিন্দু বন্ধু আছে।এখন আমার প্রশ্ন হলো তার সাথে বন্ধুত্ব করা কী আমার ঠিক হয়েছে? এই বিষয়ে কুরআন ও হাদিস কী বলে?তা একটু জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করা সম্পূর্ণ নাজায়িয ও হারাম আল্লাহ পাক রব্বুল আলামীন
ইরশাদ করেন
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوا الۡیَہُوۡدَ وَ النَّصٰرٰۤی اَوۡلِیَآءَ ۘؔ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَ مَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاِنَّہٗ مِنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۵۱﴾
হে মুমিনগণ, ইয়াহূদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না।(সূরা আল-মায়িদাহ: আয়াত ৫১)
উক্ত আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে অমুসলিমের সাথে আন্তরিকতা ও বন্ধুত্ব রাখা সম্পূর্ণভাবে নাজায়িয ও হারাম এবং ঈমান ভঙ্গের কারণ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন