সালাতুত তাসবিহের সেজদা সাহু
প্রশ্নঃ ১৩৯৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাতুত তাসবিহ নামাজের কোন রাকাতে বা শেষ বৈঠকে কোনো ওয়াজিব তরক হয়ে যায়। তাহলে সেজদাহেসাহু দেয়ার নিয়ম কি? এবং সিজদাহেসাহুর মধ্যে ঐ দোয়া কি ভাবে পড়বে । জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সালাতুত তাসবিহের সেজদা সাহুর জন্য আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নামাজের ন্যায় স্বাভাবিক নিয়মেই সেজদা সাহু করতে হবে। তাছাড়া সেজদা সাহুতে সেজদার সাধারণ তাসবিহ " সুবহানা রাব্বিয়াল আলা" ছাড়া অন্য কিছু পড়তে হবে না।
সেজদা সাহু আদায়ের পদ্ধতি সম্পর্কে জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২৩২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেজদা সাহু কখন এবং কি কি কারণে দিতে হয় ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে সমস্ত কারনে সিজদায়ে সাহু ওয়াজিব হয় :
১. ফরযকে ( তার স্থান থেকে ) আগে করলে ।
২. ফরযকে ( তার স্থান থেকে ) পরে করলে ।
৩. ওয়াজিবকে ছেড়ে দিলে ।
৪. কোন রোকনকে ( তার স্থান থেকে ) দেরীতে আদায় করলে ।
৫. কোন ফরযকে একবারের স্থানে দুইবার আদায় করলে ।
৬. কোন ওয়াজিবকে একবারের স্থানে দুইবার আদায় করলে ।
৭. কোন ওয়াজিবকে তার স্থান থেকে দেরীতে আদায় করলে ।
৮. কোন রোকনকে তার স্থান থেকে আগে আদায় করলে । ( আল মুহিতুল বুরহানি ২ / ৫৬ পৃঃ )
মাসআলা- নামাযের মধ্যে যদি এমন কোন কাজ অতিরিক্ত করে যা নামায জাতীয় কিন্তু নামাযের অন্তর্ভুক্ত নয় , তবে সেক্ষেত্রেও সেজদায়ে সাহু ওয়াজিব হবে । ( হেদায়া -১ / ১৫৭ পৃঃ )
সাহু সিজদা করার নিয়ম:
নামাযের শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ে ডান দিকে সালাম ফিরানোর পর দুটি সিজদা করবে । অতঃপর আত্তাহিয়্যাতু , দরূদ শরীফ ও দোয়া মাছুরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে (মালাবুদ্দা , হেদায়া -১ / ১৫৬ পৃঃ )
মাসআলা- এক নামাযে একাধিকবার সাহু সিজদা ওয়াজিব হলেও একবারই সাহু সিজদা করবে ।(মালাবুদ্দাহ )
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন