আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৩৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, আমি কখন বালেগ হয়েছি তা বলতে পারি না, তবে নিয়মিত নামাজ পড়ি 6/7 বছর থেকেই, কোন নামায কাযা হয়না, তবে একটি কথা, আমি জানি নামাজ সহীহ হওয়ার জন্য নিয়াত করা ফরয। নিয়ত না করলে নামায হয় না।তাই আমার প্রশ্ন হল, নামাজের সময় নিয়াত অবশ্যই করেছি, কিন্তু আমার উপর নামাজ ফরজ হয়েছে কিনা তা জানা না থাকার কারণে এমনি সাধারণ নামাজের নিয়ত করেছি, আমার উপর যে এই নামাজ ফরজ সেভাবে নিয়ত করিনি। আমার নামাজ কি হয়েছে? আমি বালেগ হয়েছি একথা জানার পূর্বে যে নামায রোযা গুলো আদায় করেছি তা কি আদায় হয়েছে? নাকি তা পুনরায় আদায় করতে হবে? নিয়ত সহীহ হওয়ার জন্য ফরজ হওয়ার কথা জানা থাকা কি জরুরী? সাধারণ নিয়ত করলেই যথেষ্ট? খুবই দ্রুত জানালে উপকৃত হব। আল্লাহ আপনাদের সহায় হোন।

৬ ফেব্রুয়ারী, ২০২২
খুলনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





বালেগ হওয়ার আগে আপনি যে নামাজগুলো আদায় করেছেন
আশা করা যায় সেগুলো কবুল হয়েছে। ইনশাআল্লাহ কাজা করতে হবে না। কেননা বালেগ হওয়ার আগে কারও ওপর কোনো ইবাদত অবশ্যক হয় না। তারপরও যারা ওই সময় ইবাদত করে আল্লাহ তায়ালা সেগুলো কবুল করে নেন।

ফরজ হওয়ার কথা জানার অর্থ হলো এই নামাজ যে, ফরজ সেটা জানা। আশা করছি এখন আপনি জেনে গেছেন। কাজেই এখন যেই ওয়াক্তের নামাজ আদায় করছেন তার নিয়ত করলেই যথেষ্ঠ হয়ে
আর নিয়ত মূলত অন্তরের অবস্থার নাম। নিয়তের জন্য নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্য পড়তে হয় না।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর