সুদী ব্যাংক থেকে ঋণ নেওয়া
প্রশ্নঃ ১৩৩২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুদী ব্যাংক থেকে ঋণ নেওয়া কি হারাম? সুদের সাথে ইএমআই সম্পর্কে কিছু বলুন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদ নেয়া-দেয়া, সুদের লেখালেখি করা, সুদের সাক্ষ্য হওয়া সবকিছুর উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অভিশাপ দিয়েছেন।
সুতরাং সুদী ব্যাংক থেকে ঋণ নেওয়ার অর্থ হল সুদ দেয়ার ওপরে সম্মতি প্রকাশ করা। যা অভিশপ্ত কাজ।
অতএব সুদী ব্যাংক থেকে ঋণ নেয়া যাবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالُوا حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ .
৩৯৪৮। মুহাম্মাদ ইবনে সাব্বাহ, যুহাইর ইবনে হারব ও উসমান ইবনে আবু শাইবা (রাহঃ) ... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান।
—সহীহ মুসলিম, ইফা নং ৩৯৪৮
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন