আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩২৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জীবিত লোক জন্য দান করা জায় . আমার ১১ মাসের ছোটো ছেলে তার চামড়াতে কি সব ঘা মত ভর্তি হয়েছে ডাক্তার করছি সারেনা . আমি গরীব লোক আমার ছেলের জন্য কী সদকা করা ভালো ত্রকটু তাড়াতাড়ী জানাবেন দয়া করে কিছু উদারণ দিবেন

১ ফেব্রুয়ারী, ২০২২
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




হযরত আনাস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- “সদকা (দান) আল্লাহ তায়ালার ক্রোধ প্রশমিত করে এবং মৃত্যুযন্ত্রণা লাঘব করে।”অর্থাৎ আল্লাহ তায়ালার কছে সদাকা বা সাধারণ দানের অনেক মূল্য। দানের দ্বারা আল্লাহ তায়ালার ক্রোধ প্রশমিত হয়। দানের দ্বারা বালা-মসিবত দূর হয়। রোগবালাই থেকে মুক্তির জন্যেও দান একটি ফলপ্রসু আমল।
সুতরাং আপনার ছেলের জন্য আপনি সদকা করবেন, এটা শুধু জায়েজ'ই নয়, বরং বিপদ-আপদ, বালা মুসিবত থেকে মুক্তির জন্য এটাই ইসলামের নির্দেশিত পন্থা । তাই আপনি আপনার ছেলের জন্য আপনার সাধ্যানুযায়ী সদকা করতে পারেন। তবে এই সদকা যেন হয় সঠিক পন্থায় ও যথাস্থানে সেদিকে খেয়াল রাখা চাই।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন