আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৭৯৫৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যেখানে থাকি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা বড় কবরস্থান আছে। আর তার পাশেই একটা পুকুর আছে। লোকে বলে সেই পুকুরে কি যেন আছে সেখানে কেও নামলেই তাকে ভেতরে টেনে নিয়ে যায়। কি আছে কেও জানে না ১৭০০/১৮০০ সনের কথা, সেখানে যখন বিয়ের লাগতো তখন নাকি সেই পুকুর থেকে অনুষ্ঠানে
ব্যবহারের জন্য সর্ণের হারি পাতিল ভেসে উঠত যা ব্যবহার করে তারা খাওয়া দাওয়া করত। এবং কাজ শেষে তা পুকুরে ভাসিয়ে দিত
আর সেই সর্ণের জিনিস যদি কেও চুরি করত তাহলে তার পুরো বংশ ধ্বংস হয়ে যেত। আর এরকম লোকে করা তে আর সেখান থেকে জিনিস বেসে উঠত না। তারপর সেটা খারাপ হতে লাগল। কেও গেলেই সে গায়েব হয়ে যেত। আমি বিশ্বাস করি যে সেখানে খারাপ জিন আছে।
কি আছে সেখানে? ইসলামে আলোকে যদি আপনাদের কাছে এর উত্তর থাকে যানাবেন । আমি লোকদের মনে এই ভুল ধারণা বদলাতে চাই।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১২ আগস্ট, ২০২১
ঢাকা
প্রশ্ন: ১৩০৯৭ - | মুসলিম বাংলা