হিজামা সম্পর্কে ইসলাম কি বলে?
প্রশ্নঃ ১২৩৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর?
হুজুর আমার বাবার মেরুদন্ড সমস্যা হয়েছে আবার হার্টের সমস্যা আমি জানতে চাচ্ছি হিজামা কি? আর হিজামা সম্পর্কে ইসলাম কি বলে? কোথা থেকে হিজামা করা টা ভালো হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
"হিজামা’ আরবি শব্দ। যার অর্থ হলো ‘শোষণ’, আমরা বাংলা ভাষায় যাকে শিঙা লাগানো বলে জানি। এটি একটি প্রাচীন চিকিৎসা-পদ্ধতি। রাসূল সা. নিজে এ চিকিৎসা গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরামকে তা গ্রহণ করতে উৎসাহিত করেছেন। চিকিৎসাটি কার্যকরীও বটে। বর্তমানে যাকে হিজামার পাশাপাশি ‘কাপিং’-ও বলা হয়। অনেক হাদিসে রাসূল সা.-এর বিভিন্ন অঙ্গে বিভিন্ন সময় শিঙা লাগানোর বর্ণনা এসেছে। বুখরির এক হাদিসে এসেছে,
صحيح البخاري (7/ 124)
احْتَجَمَ وَأَعْطَى الحَجَّامَ أَجْرَهُ،
অর্থাৎ, রাসূল সা. শিঙা লাগিয়েছেন এবং যে শিঙা লাগিয়েছে তাকে পারিশ্রমিক দিয়েছেন।
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হিজামা সেন্টার আছে। নিকটস্থ হিজামা সেন্টারে যোগাযোগ করে আপনার বাবার হিজামার ব্যবস্থা করতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন