প্রশ্নঃ ১৩০৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
বাসা বাড়ীতে য়েটাস বাত রুমে অজু করলে, অজুর দোয়া পরা জাবেকি, কালিমা শাহাদাত পাঠ করাজাবেকি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিচের উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২৮৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাস্ট বাথরুমে অজু করার সময় কি দোয়া পড়া যাবে? কাপড় ধৌ ত করার সময় ও দোয়া পড়া যাবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অ্যাটাচ টয়লেট, যেখানে ওযুর ব্যবস্থা আছে, এধরনের টয়লেটে "বিসমিল্লাহ" পড়ে ওযু করার জন্য শর্ত হলো: টয়লেট যদি দুর্গন্ধ মুক্ত হয়, ফ্লোর ও দেয়াল পবিত্র হয়, এবং কমোডে ঢাকনা দেয়া থাকে। তবে এ ধরনের বাথরুমে অজু করতে অসুবিধে নেই এবং ওযুর শুরুতে "বিসমিল্লাহ" বলতেও বাধা নেই। তবে অজুখান এবং বাথরুম পৃথক হওয়া উত্তম।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন