নেশা থেকে মুক্তি লাভের আমল
প্রশ্নঃ ১২৮৩৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নেশা থেকে মুক্তি পেতে চাই
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই, মাদক সেবন করা নাজায়েজ, হারাম এবং মহাপাপ, এর মাধ্যমেই সমাজে ধ্বংসলীলা প্রতিষ্ঠিত হয় এবং এটাই সকল গুনাহের সমষ্টি।
হাদিস শরীফে এসেছে,
الْخَمْرُ جِمَاعُ الْإِثْمِ
মদ হলো সকল পাপের মূল। (মিশকাতুল মাসাবীহ - ৫২১২)
তাই এ থেকে নিজে বাঁচা অত্যন্ত জরুরি। এছাড়া সম্ভব হলে, অন্য মুসলমান ভাইদেরকেও এই অভ্যাস থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা জরুরী। অন্যথায় আমাদের পুরো সমাজ ফাসাদ এবং নোংরামি দ্বারা পূর্ণ হয়ে যাবে।
এ প্রসঙ্গে সূরা মুমিন, বা সূরা গাফিরের আয়াতগুলো পড়া অনেক উপকারি এবং ফলপ্রসূ।”
"{حم (1) تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ (2) غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ }"
[غافر: 1 - 3]
“এগুলো পড়ে আক্রান্ত ব্যক্তির উপর দম করা। যদি সে নিজে পড়তে সক্ষম হয়, তবে তাকেই উক্ত আয়াতগুলো পড়তে বলা। সে নিজেই পড়ে নিজের উপর দম করা। অথবা অন্য কেউ পড়ে তার উপর ফুঁ দেওয়া। যদি সে সামনে উপস্থিত না থাকে, তবে তাকে কল্পনা করে তার জন্য দম করে দেওয়া। ইনশা’আল্লাহ, আল্লাহ তাআলা তাকে এই খারাপ অভ্যাস থেকে মুক্তি দান করবেন।”
"(و يحرم أكل البنج والحشيشة) هي ورق القتب (والأفيون)؛ لأنه مفسد للعقل ويصد عن ذكر الله وعن الصلاة (لكن دون حرمة الخمر، فإن أكل شيئاً من ذلك لا حد عليه، وإن سكر) منه (بل يعزر بما دون الحد)، كذا في الجوهرة".
(فتاوی شامی, كتاب الأشربة، 6 / 457، ط:سعید)
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن, فتویٰ نمبر : 144503101021
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন