ভূমিকম্পের সময় কোন দোয়া পড়া যায়?
প্রশ্নঃ ১২৬৯৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভূমিকম্পের সময় কোন দোয়া পড়া যায়?????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
‘‘ভূমিকম্প’’ এটি নিঃসন্দেহে এক কঠিন মুসিবত। আর মুসিবত কখনোই হঠাৎ আসে না; এটি আসে আমাদের গুনাহ, অবহেলা ও আল্লাহর অবাধ্যতার ফলস্বরূপ। তাই এমন মুহূর্তে বান্দার প্রথম দায়িত্ব হলো, সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়া, তাঁর দরজায় কান্না করা, তওবার পথে ফিরে আসা।
ভূমিকম্পের সময় সহিহ হাদিসে কোনো নির্দিষ্ট দোয়া বর্ণিত হয়নি। তবে ওলামায়ে কেরাম বলেন, এ সময় মানুষের হৃদয় ভীত, মন অস্থির থাকে। তাই এ সময় পাঁচ ওয়াক্ত নামায যথাযথভাবে আদায় করা, কুরআন ও সহিহ হাদিসে প্রমাণিত দোয়া এবং ইস্তিগফার অধিক পরিমাণে পাঠ করা এটাই সুন্নাহ ও উত্তম পথ।
মুসলিম বাংলা–এর “বিভিন্ন পরিস্থিতিতে পাঠ্য দোআ” বিভাগে বহু সহিহ ও কল্যাণময় দোয়া রয়েছে—আপনি সেগুলো পাঠ করতে পারেন।
ফরজ নামাজের পর যেসব দোয়া পাঠ করা উত্তম নিচের লিংকে পাবেন:
https://muslimbangla.com/dua/40
বিশেষভাবে, সকাল-সন্ধ্যার আমলগুলোর সাথে সাথে (https://muslimbangla.com/dua-category/10),
ফজর ও মাগরিবের পর নিম্নের দোয়াগুলো পড়া অত্যন্ত ফলপ্রসূ—
১-
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّي وَالْهَدْمِ وَالْغَرَقِ وَالْحَرِيْقِ
উচ্চারণঃ
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাত্তারাদ্দী, ওয়াল হাদমি, ওয়াল গারাক্বি, ওয়াল হারীক্ব।
https://muslimbangla.com/dua/614
২-
۞ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ جَهْدِالْبَلَاءِ وَدَرْكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ و شَمَاتَةِ الْاَعْدَاءِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন জাহদিল বালা-ই ওয়া দারকিশ শাক্বা-ই ওয়া সূ-ইল ক্বদা-ই ওয়া শামাতাতিল আ’দা।
https://muslimbangla.com/dua/222
৩-
۞ اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيْعِ سَخَطِكَ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন যাওয়ালি নি’মাতিকা, ওয়া তাহাওউলি আফিয়াতিকা, ওয়া ফুজাআতি নিক্বমাতিকা, ওয়া জামিয়ি সাখাত্বিকা।
https://muslimbangla.com/dua/204
৪-
۞ بِاسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ
উচ্চারণ:
বিসমিল্লা হিল্লাযী লা ইয়া দুররু মা আসমিহী শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম। (সকাল ও সন্ধায় ৩বার পাঠ করবে)
https://muslimbangla.com/dua/72
আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহর জান-মালের হিফাজত করুক এবং এই ধরণের আজাব থেকে মুক্তি দান করুক। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন