প্রশ্নঃ ১২৬২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব আমার দুটি প্রশ্ন!
১ম প্রশ্ন:- হযরত যদি কোন ব্যাক্তী সময়ের সল্পতা থাকার কারণে ফজরের নামাজের সুন্নাত আদায় করতে না পারে, তাহলে কি সে ফজরের জামাতে শরিক হয়ে জামাত শেষ হওয়ার পরে সুন্নাত আদায় করতে পারবে কি.?
অনেকে বলে নামাজের পরে না কি কোন সুন্নাত নাই, জামাতের পরে সুন্নত পড়াটা না কি বেদআত।
সঠিকতর উত্তরটা জানতে চাই দলিল সহ।
২য় প্রশ্ন:- কোন মুসুল্লি যদি তার ঘুমের কারনে ইমামের পিছনে জামাতে থাকা অবস্হায় রুকু আথবা সিজদা ছুটে যায় তাহলে কি করনিয়..?
সে কি জামাতের পরে নামাজটা একা একা আদায় করে নিবে.? নাকি আদায় না করলেও চলবে..?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন দিন বিশেষ কারণে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত পড়তে না পারলে ফরজ এর জামায়াতে অংশগ্রহণ করে নেবে। এরপর সূর্যোদয়ের পরে ইশরাকের ওয়াক্ত হলে এই দুই রাকাত নামাজ পড়ে নেবে।
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَىِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ فَعَلَهُ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ . قَالَ وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ هَمَّامٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ هَذَا إِلاَّ عَمْرَو بْنَ عَاصِمٍ الْكِلاَبِيَّ . وَالْمَعْرُوفُ مِنْ حَدِيثِ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ " .
আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি ফজরের দুই রাক’আত সুন্নাত (ফরযের পুর্বে) আদায় করতে পারেনি সে সূর্য উঠার পর তা আদায় করবে।
—জামে' আত-তিরমিজি, হাদীস নং ৪২৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন