প্রশ্নঃ ১২৪১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
السلام علیکم ورحمة الله وبركاته.
কেমন আছেন শায়েখ।
যে কোনো সিম এ ২৯/৩৪/২৪ মানে এই জাতিয় টাকা রিচার্জ এর অনেক সময় ৩০/৩৫/২৫ এভেবে অতিরিক্ত ১ টাকা রাখা হয় আবার অনেক সময় আমরা নিজেরাও অনেকেই চাই না বা চাওয়া হয় না তো এই অতিরিক্ত ১ টাকা কি সুদ এর আওতায় পরবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
: মোবাইলে টাকা রিচার্জের ক্ষেত্রে কম বেশি লেনদেন করা সুদ নয়।
কারণ এক্ষেত্রে একজাতীয় জিনিসের লেনদেন হয় না। কেননা মোবাইলে টাকা রির্চাজ করার মানে হচ্ছে, টেলি-যোগাযোগ সেবা ক্রয় করা।
সুতরাং একদিকে টাকা অন্যদিকে মোবাইল অপারেটরের সেবা ক্রয় করা হচ্ছে। টাকার মোকাবেলায় টাকা হচ্ছে না।
তাই মোবাইলে কম টাকা রির্চাজ হলেও তা সুদ হবে না।
সূত্র: খুলাসাতুল ফাতাওয়া: ৩/১০২; ফাতাওয়া হিন্দিয়া: ৩/১১৭; আদ্দুররুল মুখতার: ৫/১৭২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন