আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মূর্তি ও ফটকার ব্যবসা করা

প্রশ্নঃ ১২৩৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শ্রদ্ধেয় মুফতী সাহেব আমার প্রশ্ন হলো, হিন্দুরা কালীপুজো তে যে বাজি ফাটাই,সেই বাজির ব্যাবসা করা যাবে কি? আর একটি জুয়েলারি কোম্পানিতে বিভিন্ন রকম সোনার ডিজাইনের কাজ তৈরি হয়ে আসে আমরা সেগুলো যন্ত্রের মাধ্যমে ফিনিশিং করি,তার সাথে মাঝে মধ্যে কিছু কিছু বিভিন্ন রকম পশু,পাখি,মূর্তির কাজও ফিনিশিং করতে দেয়, তা এরকম চাকরি বা ব্যাবসা করা যাবে কি? অনুগ্রহ করে এই উত্তরগুলো জানাবেন আমার খুব উপকার হবে। জাজাকাল্লাহ খায়ের আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আমীন।

৮ জুন, ২০২৪
তামিল নাড়ু ৬৩৫১২৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


: প্রশ্নোল্লেখিত পূজা-সামগ্রী যেহেতু স্পষ্ট শিরকের কাজে ব্যবহার করা হয় সেহেতু সেটি বিক্রি করা বৈধ নয়। অন্যদিকে মূর্তী বানানো, ব্যবহার করা এবং তা বিক্রি করা স্পষ্ট হারাম।
রাসূল সা. এক হাদিসে বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম করেছেন।”[সহিহ বুখারী (২০৮২) ও সহিহ মুসলিম (২৯৬০)]
সুতরাং, পূজো-সামগ্রি বিক্রি করা বৈধ নয়।
অন্যদিকে মূর্তি বিক্রি করাও বৈধ নয়, যেমনটি আমরা উল্লেখিত হাদিসে দেখেছি। সুতরাং মূর্তী বিক্রির ক্ষেত্রে বা তা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করাও বৈধ হবে না। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
{ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ} [المائدة: 2]
অর্থাৎ, তোমরা গুনাহের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো না।
সুতরাং হালাল রিজিক অন্বেষণ করা যেহেতু মুমিনের জন্য একটি অপরিহার্য বিষয়। হালাল রিজিকের উপরই নির্ভর করে আমাদের ইবাদত কবুল হবে কি না। সুতরাং এ বিষয়টি পূর্ণ গুরুত্ব দেওয়া দরকার।
মোটকথা আপনি সেই প্রতিষ্ঠানে কাজ করলেও মূর্তী সংশ্লিষ্ট কোন কাজ করা যাবে না; অন্য কোন কাজ করতে হবে। অন্যাথায় প্রয়োজনে কর্মস্থল পরিবর্তন করতে হবে।
والله أعلم بالصواب

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন