প্রশ্নঃ ১২০৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
কুরআন দ্রুত মুখস্থ করার আমল আছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীম দ্রুত মুখস্থ হওয়ার জন্য হালাল খাদ্য গ্রহণ, সব ধরনের গুনাহ পরিত্যাগ করা, বিশেষত চোখের গুনাহ থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা চাই।
প্রতিদিন সকালে পড়া শুরু করার পূর্বে তিনবার দুরুদ শরীফ পড়ে নিম্নোক্ত দোয়া সাত বার পড়ুন। এরপর তিন বার দুরুদ শরীফ পড়ে তিলাওয়াত শুরু করার পূর্বে যেসব সুপ্রসিদ্ধ দোয়াগুলো পড়তে হয় সেগুলো পড়ে তারপর তিলাওয়াত আরম্ভ করুন।
اللهم نور قلبي و اطلق لساني وزد قوة حفظي و سمعي و بصري
(নিচের সংযুক্ত প্রশ্নোত্তর পড়ুন।)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৭১৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,, কোরআন হাদিস দ্রুত মুখস্থ করার সবচেয়ে ভালো করার উপায় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এর জন্য চাই গুনাহমুক্ত জীবন।
হালাল রিজিক।
দৃঢ় প্রতিজ্ঞা।
গভীর মনোযোগীতা।
একমুখী চিন্তা ধারা।
এছাড়া মস্তিষ্কের জন্য শক্তিবর্ধক খাদ্য- দুধ, ডিম, গোশত, কিসমিস, কালোজিরা, মধু ইত্যাদি খাদ্যতালিকায় থাকা চাই।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৭১৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,,
কোরআন হাদিস দ্রুত মুখস্থ করার সবচেয়ে ভালো করার উপায় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এর জন্য চাই গুনাহমুক্ত জীবন।
হালাল রিজিক।
দৃঢ় প্রতিজ্ঞা।
গভীর মনোযোগীতা।
একমুখী চিন্তা ধারা।
এছাড়া মস্তিষ্কের জন্য শক্তিবর্ধক খাদ্য- দুধ, ডিম, গোশত, কিসমিস, কালোজিরা, মধু ইত্যাদি খাদ্যতালিকায় থাকা চাই।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন