সেক্সটয় কৃত্রিম যৌনসঙ্গী ব্যবহার করা
প্রশ্নঃ ১২০৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম,
বাদ সালাম আরজ; জনৈক মহিলার স্বামী ক'বছর ধরে বিদেশ থাকেন আর সে মহিলা শারীরিক চাহিদা মেটানোর জন্য সেক্স টয় ব্যবহার করে থাকে। এতে কখনো বীর্যপাত হয় কখনো হয়না । সেক্স টয় ব্যবহারের বিধান কি?
আর এভাবে যৌন চাহিদা নিবারণ করা বৈধ কিনা দলিলসহ কোরআন হাদিসের আলোকে উপর্যুক্ত মাসালার দ্রুত সমাধান দিয়ে বাধিত করতে কামনা করছি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী-স্ত্রীকে শরীয়তের ভাষায় زوجان বলা হয়। যার অর্থ জোড়া। জোড়া সবসময়ই একত্রে থাকবে। এটাই স্বাভাবিক। ইসলামের শিক্ষাও এটাই।
ব্যবসা-বাণিজ্য, চাকরি-নকরি ইত্যাদির উদ্দেশ্যে স্বামী দূরে গেলে চার মাসের মধ্যে স্ত্রীর সঙ্গে এক বার মিলিত হওয়া আবশ্যক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে এই মর্মে তিনি আইন করে দিয়েছিলেন। এমনকি জিহাদে বের হওয়া মুজাহিদদের জন্যও তিনি বাধ্যতামূলক করেছেন, যেন তারা চার মাসের মধ্যে ছুটি নিয়ে একবারের জন্য স্ত্রীর কাছে যায়।
প্রশ্নে উল্লেখিত মহিলার স্বামী দীর্ঘদিন বিদেশ থেকে স্ত্রীকে কষ্ট দেওয়ার কারনে গুনাগার হবেন, যদি সাধ্য ও সুযোগ থাকা সত্ত্বেও তিনি স্ত্রীর চাহিদা পূরণ না করে থাকেন।
অপ্রয়োজনে বীর্যপাত করা গুনাহ। অবশ্য যিনা থেকে বাঁচার জন্য বীর্যপাত করে শরীরের যৌন উত্তাপ সাময়িকভাবে নির্বাপিত করা হারাম হবে না। اهون البليتين
এর নীতিমালা অনুসরণ করে।
উল্লেখ্য, সেক্স টয় ব্যবহার করতে করতে একসময় এটাতেই মজা পেয়ে যাওয়া এবং স্বামী-স্ত্রীর (সঙ্গী/সঙ্গিনীর) প্রয়োজন থেকে মুখ ফিরিয়ে নেওয়া আশঙ্কাজনক হারে এই মানসিকতা বেড়ে চলছে। যার ফলে বিশ্বের বহু স্বাস্থ্যবিদ ও চিন্তাশীল মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সমাজের বহু যুবক-যুবতী সেক্সটয়ের মাধ্যমে নিজের যৌন চাহিদা মিটিয়ে নিচ্ছে। সাংসারের ব্যয়ভার ঝামেলা ও উটকো মনে করছে। এভাবে চলতে থাকলে মানব প্রজন্ম ও দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়। এমন চললে নারীরা অবহেলিত হতে থাকবে।
আল্লাহ তাআলা হেফাজত করুক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন