ইদ্দত চলাকালে বাসা পরিবর্তন করার বিধান
প্রশ্নঃ ১১৯৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আমার ৩হায়েয শেষ কিন্তু ৩মাস হইছে ১০দিন বাকি এখন বারিওয়ালা ঘর ছেরে যেতে বলতেছে তাদের ঘর খালি করতে হবে এখন আমিকি বাসা বদলাইতে পারি র আমার কি আবার পুনরায় ইদ্দাত পালন করতে হবে একটু বুঝিয়ে বলবেন একটু তারাতারি উত্তর দিলে উপকার হবে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত হল তিন হায়েজ অতিক্রম হওয়া। অর্থাৎ তালাকপ্রাপ্তা হবার পর স্বামীর সাথে যে বাড়িতে থাকতো সেখানে, যদি তা সম্ভব না হয়, তাহলে নিকটতম নিরাপদ বাড়িতে তিন হায়েজ পরিমাণ সময় অবস্থান করবে। এ সময় সাজগুজ, ঘুরাঘুরি ইত্যাদি করতে পারবে না। তীব্র প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবে না। বিশেষ করে রাতে অন্য কোথাও থাকতে পারবে না। সন্ধ্যার আগেই আবশ্যকীয় প্রয়োজন সেরে বাড়িতে চলে আসতে হবে।
উপরোক্ত বিধান অনুপাতে আপনার হুকুম আপনি নিজেই বের করে নিতে পারবেন। তালাকের ইদ্দত পালনকালে তীব্র প্রয়োজনে বাহিরে যাওয়া যাবে। অন্যথায় যাবে না। সেই হিসেবে বাসা পরিবর্তন না করাই উচিত। বাকি বেশি জরুরত থাকলে বা অপারগ হলে বাসা পরিবর্তন করা যাবে, । সে ক্ষেত্রে পুনরায় ইদ্দত পালনের প্রয়োজন নেই।
لما في البحر:
’’وفي الخانیۃ :والمتوفی عنھا زوجھا تخرج بالنھار لحاجتھا إلی نفقتھا ولا تبیت إلا في بیت زوجھا .اھـ. فظاھرہ أنھا لو لم تکن محتاجۃ إلی النفقۃ لا یباح لھا الخروج نھارًا‘‘.(کتاب الحدود، باب العدۃ: 259/4، رشیدیۃ)
وفي التنویر مع الدر:
’’(وتعتدان) أي:معتدۃ طلاق وموت (في بیت وجبت فیہ)ولا یخرجان منہ (إلا أن تخرج أو یتھدم المنزل، أو تخاف) انھدامہ، أو (تلف مالھا، أو لا تجد کراء البیت)ونحو ذلک من الضرورات‘‘.(کتاب الطلاق، فصل في الحداد: 229/5، رشیدیۃ)
وفي الھندیۃ:
’’علی المعتدۃ أن تعتد في المنزل الذي یضاف إلیھا بالسکنی حال وقوع الفرقۃ والموت، کذا في الکافي‘‘.(کتاب الطلاق، باب العدۃ: 535/1، رشیدیۃ).فقط.واللہ تعالیٰ اعلم بالصواب.
دارالافتاء جامعہ فاروقیہ کراچی(فتویٰ نمبر:176/30)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন