প্রশ্নঃ ১১৭৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশাকরি ভালো আছেন, আমার একটা কথা জানার বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আশা রাখি, যার উত্তর রেফারেন্স দিয়ে দিবেন।
প্রশ্ন: আউজুবিললাহ কোরআন তেলাওয়াত এর জন্য কি খাস? যদি হয় তাহলে অন্য জায়গায় অর্থাৎ হাদীস বা ফিকাহ পড়া যাবেনা কেন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে "আউযুবিল্লাহ" পড়ার জায়গা উল্লেখ করে দিয়েছেন।
فَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ فَاسۡتَعِذۡ بِاللّٰہِ مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ
অতএব, যখন আপনি কুরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।
—আন নাহল - ৯৮
এর পিছনে অনেকেই অনেক হিকমতের কথা উল্লেখ করেছেন। কুরআনুল কারীম আল্লাহ তায়ালা হিদায়েতের জন্য নাজিল করেছেন। এই কুরআন পড়ার সময় শয়তান হিদায়েত থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। তাই কুরআন পড়ার শুরুতে শয়তানের যাবতীয় ক্ষতি থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য "আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম" পড়তে হবে।
অবশ্য শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সকাল-সন্ধ্যা ও আরো বিভিন্ন সময়ে আশ্রয় চাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
সকল ভালো কাজ করার শুরুতে "বিসমিল্লাহ" পড়তে হবে। যা হাদীস শরিফের নির্দেশনা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন