আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

এটি হাদীস নয়: علماء أمتي كأنبياء بني إسرائيل

প্রশ্নঃ ১১৪৫৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুফতী সাহেবের কাছে যানতে চাই, যে নবী করিম (সা.)বলেছেন,আমার উম্মতের আলেমগন বনী ইসরায়েলের নবীদের মত।এই কথা কি হাদিসে আছে?দলিল সহ জানালে উপকৃত হতাম।

১৪ আগস্ট, ২০২৫
৫৭৮W+GWF

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
علماء أمتي كأنبياء بني إسرائيل
এটি হাদীস হিসেবে কেউ কেউ বলে থাকলেও মূলত এটি হাদীস নয়।

১. ইমাম ইবন হাযর (রহ.) এবং ইমাম জারকশী (রহ.) বলেছেন: এর কোনো ভিত্তি নেই।”
রেফারেন্স:
আল-ফাওয়ায়িদিল-মাজমূ‘আ ফিল আহাদীসিল-মাওযূআহ*, মুহাম্মদ ইবন আলী আশ-শওকানী, খণ্ড ১, পৃ. ২৮৬।

২. ইমাম শওকানী (রহ.) বলেছেন:
‘আমার উম্মতের আলেমগণ বনী ইসরাইলের নবীদের মতো।’
এর কোন ভিত্তি নাই।

৩. ইমাম আল-আলবানী (রহ.) বলেছেন:
‘আমার উম্মতের আলেমগণ বনী ইসরাইলের নবীদের মতো।’ এর কোনো ভিত্তি নেই। আলেমদের ঐকমত্যে এটি ভিত্তিহীন। এ কথাটি কাদিয়ানী ভ্রান্ত দল রাসূল ﷺ এর পরও নবুওত থাকার প্রমাণ হিসেবে ব্যবহার করে থাকে। অথচ, যদি এটি সহীহও হতো, তবে সামান্য চিন্তাভাবনা করলেই বোঝা যেত যে, এটি বরং তাদের বিরুদ্ধেই দলিল হতো।”
রেফারেন্স:
সিলসিলাতুল আহাদীসিদ-দঈফাহ ওয়াল-মাওযূআহ* গ্রন্থে খুব কাছাকাছি একটি বর্ণনা উল্লেখ করেছেন—“আমার উম্মতের আলেমগণ বনী ইসরাইলের নবীদের মতো”—হাদীস নং ৪৬৬।


قال ابن حجر والزركشي: لا أصل له " اهـ
الفوائد المجموعة في الاحاديث الموضوعة - محمد بن علي الشوكاني - ج 1 ص 286

وقال الامام الشوكاني : " 47 - حديث: "عُلَمَاءُ أُمَّتِي كَأَنْبِيَاءِ بَنِي إِسْرَائِيلَ


علماء أمتي كأنبياء بني إسرائيل
قال الامام الالباني : " 466 - " علماء أمتي كأنبياء بني إسرائيل ".
لا أصل له.
باتفاق العلماء، وهو مما يستدل به القاديانية الضالة على بقاء النبوة بعده صلى الله عليه وسلم، ولوصح لكان حجة عليهم كما يظهر بقليل من التأمل " اهـ.
سلسلة الاحاديث الضعيفة والموضوعة – محمد ناصر الدين الالباني – ج 1 ص 579 – 580.

والله اعلم بالصواب

শাহাদাত হুসাইন ফরায়েজী মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন