আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১২০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহআল্লাহর ভয়ে কান্না করার অনেক ফযিলত আছে হাদিসে৷আমার মন নরম থাকলে আল্লাহর ভালোবাসায় কান্না আসে, তার দয়া ও তার দেয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে কান্না আসে, আল্লাহর সন্তুষ্টি চেয়ে কান্না আসে। কিন্তু ভয়ে কিছুতেই কান্না আসে না। আল্লাহর প্রতি ভয় অন্তরে কিভাবে জাগ্রত করতে পারি? এ জন্য আমল বা বই থাকলে তাও জানাবেন দয়া করে।

৮ ডিসেম্বর, ২০২১
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





কুআনুল কারিমে আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের এই মর্মে নির্দেশ দিয়েছেন তারা যেন আশা এবং ভয় নিয়ে আল্লাহ তায়ালাকে ডাকে।

মুহাব্বত, ভয়, আশা, ভালোবাসা এইসব নিয়েই আল্লাহ তায়ালাকে ডাকতে হবে। এজন্য আল্লাহ তায়ালার আজাবের আয়াতগুলো সামনে রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ দিলে আল্লাহর ভয় জাগ্রত হবে।

আপনি আপাতত মুফতি মুশতাকুন্নবী কাসেমী সাহেব হাফিজাহুল্লাহু এর বয়ানগুলো শোনতে পারেন। এবং তার লিখিত ইসলাহী বইগুলো পড়তে পারেন। আশা করছি ইনশাআল্লাহ জীবনের মোড় ঘুরে যাবে। দ্বিলে আল্লাহ তায়ালার মুহাব্বত, ভয়, আশা, ভালোবাসা সৃষ্টি হবে। । তবে নারীদের প্রতি হযরতের পরামর্শ হলো তারা যেন পুরুষের বয়ান শোনার সময় মোবাইলের স্কিন ঢেকে রাখেন অথবা ঘুরিয়ে রাখেন। কেননা পুরুষের জন্য যেমনিভাবে পরনারীর চেহারা দেখা হারাম তেমনিভাবে নারীর জন্যও পরপুরুষের চেহারা দেখা হারাম।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন