সালামের পর আল্লাহু আকবার বলা
প্রশ্নঃ ১০৯৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা নামাজ শেষে তিনবার ইস্তেগফার পড়ে থাকি কিন্তু কিছু মানুষকে দেখা যায় নামাজ শেষ করে আগে আল্লাহু আকবার বলে তিনবার ইস্তেগফার পড়ে। তাই আমার প্রশ্ন এই আমলটা কি সহিহ?আমি শুনেছিলাম নামাজ শেষ করে আল্লাহু আকবার বলার হাদিস রহিত হয়ে গেছে, এজন্য সকল হক্কানি ওলামায়ে কেরাম নামাজ শেষে তিনবার ইস্তেগফার পড়ে থাকেন। আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজের সালাম ফেরানোর পর তাকবীর রহিত হয়ে যাওয়ার কথাটি সঠিক নয়। বরং নামাজের সালাম ফেরানোর পর তাকবীর ও ইস্তেগফার উভয়টির কথাই সহীহ হাদীস দ্বারা প্রমাণিত ! তাই ওলামায়েকরাম তাকবীর ও ইস্তেগফার উভয়টির সমন্বয়ে এভাবে পড়ার কথা বলে থাকেন যে- সালাম ফিরানোর পরে একবার সরবে ‘আল্লাহু আকবার’ এবং তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ বলবে! (বুখারী হা/৮৪১-৪২; মুসলিম হা/৫৮৩; মিশকাত হা/৯৫৯)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন