ছেলে মেয়ে একই বেঞ্চে বসে পরীক্ষা/ক্লাস করার বিধান
প্রশ্নঃ ১০৫৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সিলেট থেকে মুহাম্মদ ইউসুফ খান বলছি, আমরা সাধারণত কলেজে যারা লেখাপড়া করি আমরা পর্দার বিষয় মেনে চলার চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নিয়ম অনুযায়ী সমবয়সী (বিবাহ বৈধ / গায়রে মাহরাম) নারীর সাথে একই বেঞ্চে বসে পরীক্ষা/ক্লাস করতে হয়, এতে আমরা কি গুনাহগার হবো? সেক্ষেত্রে ইসলামি শারীয়াহ কি বলে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সহশিক্ষার সেখানে যাওয়াই তো গুনাহ হয়েছে। ফিতনার আগুনে ঝাঁপ দিয়ে এরপর যদি আগুন থেকে বাঁচার প্রশ্ন তোলা হয় সেটি কী করে সম্ভব হবে? গায়রে মাহরাম নারীদের পাশাপাশি বসে পরীক্ষা দেয়ার এই গুনাহ এককভাবে শুধু কর্তৃপক্ষের নয়। বরং বুঝেশুনে যে সকল ছাত্র-ছাত্রী সেখানে ভর্তি হয়েছে, যেসব অভিভাবকরা ভর্তি করিয়েছে সবাই এ গুনাহের ভাগ নিতে হবে।
জেনারেল লাইনের উচ্চশিক্ষা ইসলাম কখনই নিরুৎসাহিত করেনি। বরং দেশ ও জাতির কল্যাণে এবং দ্বীনের খিদমতে উচ্চশিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে। তার জন্য চাই সুষ্ঠু সুন্দর ইসলামী পরিবেশ। নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থাপনা, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনা হতে হবে।
আপাতত যতদিন নারী-পুরুষের পৃথক ব্যবস্থাপনার পরিবেশ না পাওয়া যাচ্ছে ততদিন শিক্ষা কার্যক্রম চালিয়ে যান। দৃষ্টি অবনত রাখুন। আর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকুন। নিজের কৃতকর্মের জন্য লজ্জিত থাকুন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে থাকুন, তিনি যেন ইসলামী পরিবেশ কায়েম করার তৌফিক নসীব করেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন