প্রশ্নঃ ১০৪২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি জানতে চাই ইমাম সাহেবেরা গ্রামের সব ধরনের লোকের বাসা থেকে কি খানা খেতে পারবে,,যদি ফেতনার আশংকায় কিছু বলতে ও পারেনা এমত অবস্থায় ইমাম সাহেব হালাল খাবার খাওয়ার জন্য কি করনীয়,, এবং যদি হয় যে ইমাম সাহেব সে নিজে কিনে পাক করে খাওয়ার তৌফিক না থাকে, তখন কি তাহলে এমতাবস্থায় সমাজের ভালো (হালাল উপার্জন কারির ঘরে) ও খারাপ (হারাম,সুদ ঘুষের টাকা পয়সা উপার্জন কারির ঘরে) খাওয়া ও তাদের কে বাহির করা ও তো কঠিন আবার জিজ্ঞেস করতে ও পারিনা ফেতনা সৃষ্টি হবে এজন্য,তবে কি, খাওয়া জায়েজ হবে, অপারগতা অক্ষমতা হিসেবে,কি করনীয়, দয়া করে আমাকে উত্তর দিয়ে উপকৃত করবেন ইংশা---আল্লাহ, দলিল রেফারেন্স সহ উত্তর দিলে ভালো হয়, আল্লাহ তায়ালা আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমীন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম সাহেবের খাবার সাধারণত তার পারিশ্রমিকের অন্তর্ভুক্ত। কাজেই সেটাকে নিয়ে অহেতুক মাথা ঘামানোর প্রয়োজন নাই। যদি কারও উপার্জন ব্যাপারে সন্দেহ হয় তাহলে কৌশলে তার ঘরের খাবার এড়িয়ে চলবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন